কুবিস্থ পদ্মা ছাত্রকল্যাণ সংঘের নেতৃত্বে সাইবুর-তাহমিদ

- Update Time : ১১:১৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৫১০৪ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত পদ্মা ছাত্রকল্যাণ সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি রেজওয়ান হক সজীব এবং সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তাহমিদ।
সদ্য মনোনীত সাধারণ সম্পাদক মো. তাহমিদ বলেন, ‘এই সংগঠন আমাদের পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের স্থান। ইনশাআল্লাহ সকল শিক্ষার্থীর সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবো।’
সভাপতি সাইবুর রহমান বলেন, ‘এই সংগঠনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আমাদের সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করার। সেই উদ্দেশ্যে আমরা এই ছাত্র সংঘের সকল সদস্যের আকাঙ্ক্ষার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সেগুলোর পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়