কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু

- Update Time : ১২:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৪১ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছেলে শিক্ষার্থীদের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সপ্তাহব্যাপী অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) হলের আবাসিক শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজন শুরু করা হয়।
উক্ত প্রতিযোগিতায় ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), দাবা, লুডু (একক ও দ্বৈত), কার্ড, ফুসবল এবং টেবিল টেনিস (একক ও দ্বৈত) খেলাগুলো আছে। এই সপ্তাহ সকল রাউন্ডের খেলা শেষ করে পরবর্তীতে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে বলেও জানা যায়।
আয়োজনের বিষয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণিত বিভাগের ও ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী ফরহাদুল ইসলাম খান নাঈম, ‘গত চার পাঁচ বছর অনেক অপেক্ষা থাকা সত্ত্বেও স্পোর্টস আর এমন কালচারাল প্রোগ্রাম পাইনি। যা আমাদের জন্য দুঃখজনক ছিলো। বিগত প্রভোস্টকে অনুরোধ করেও সম্ভব হয় নি। বর্তমান প্রভোস্ট ও হাউজ টিউটর এবং শিক্ষার্থীদের এমন উদ্যোগ খুব ভালো। আশা করবো পরবর্তী দিনেও যেন এমন প্রোগ্রাম হয়।’
আয়োজনের বিষয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ও ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ‘হলে এধরণের আয়োজন আমরা দেখিনি। এবার হয়েছে তাই হল প্রশাসনকে অনেক ধন্যবাদ। আমরা হলের আবাসিক শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে সব খেলায় অংশগ্রহণ করছি, সিনিয়র জুনিয়র সবার মেলবন্ধনে ভালো সময় কাটছে।’
উক্ত ক্রীড়া প্রতিযোগিতার বিষয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ জিয়া উদ্দীন বলেন, ‘আমরা সপ্তাহব্যাপী কয়েকটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। তবে সেমিফাইনাল এবং ফাইনালের তারিখ পরে ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যে আমরা সেমিফাইনাল ও ফাইনাল সম্পন্ন করবো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করবো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে সেমিফাইনাল, ফাইনাল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।’