কুবির মার্কেটিং ডিবেটিং ক্লাবের নেতৃত্বে আবিদ-অর্ণব

- Update Time : ১০:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৪ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের ডিবেটিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মার্কেটিং ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের আবিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের তানভীর সালাম অর্ণব।
মার্কেটিং ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড মেহের নিগার এবং সহ-মডারেটর আফজাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে মনোনীত হয়েছেন মোঃ হান্নান এবং সহ-সভাপতি (বিতর্ক) সৈয়দা রাইসা তাসনীম। যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) হিসেবে রয়েছেন জাহিদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) হিমন ভূঁইয়া। অর্থ সম্পাদক হিসেবে ফাহিম হোসেন রয়েছেন এবং দপ্তর সম্পাদক হিসেবে সাদিয়া নওশীন ঐশী মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য সম্পাদকরা হলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহমিদ তাজওয়ার, প্রশিক্ষণ ও সমন্বয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অনুষ্ঠান সম্পাদক মোঃ তৌহিদুর রহমান রাকিব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান আবীর। নির্বাহী সদস্যরা হলেন শেখ মোহাম্মদ নাইম, আকিব জামান, ফাতেমা দিয়া।
ক্লাবটির সমন্বয়ক হিসেবে রয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমা আক্তার।
সাধারণ সম্পাদক তানভীর সালাম অর্ণব বলেন, ‘শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই সংগঠন। বিতর্কচর্চার মাধ্যমে সদস্যদের বিশ্লেষণক্ষমতা, যৌক্তিক চিন্তাভাবনা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সঠিক নেতৃত্ব গড়ে তোলাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, এই ক্লাব শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহায়ক হবে এবং তাদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।’
সভাপতি আবিদুর রহমান বলেন, ‘আজ আমি অত্যন্ত আনন্দিত যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিবেটিং ক্লাবের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছি। বিতর্ক কেবল যুক্তি উপস্থাপনের ক্ষেত্রেই নয়, বরং মার্কেটিংয়ের জগতে দক্ষ কমিউনিকেশন, সমস্যা সমাধান ও কৌশলগত বিশ্লেষণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মূল লক্ষ্য হবে বিভাগে দক্ষ বিতার্কিক তৈরি করা, যারা ভবিষ্যতে শুধু বিতর্কের মঞ্চেই নয়, বরং মার্কেটিংয়ের জগতে বড় পরিবর্তন আনতে সক্ষম হবে। আমি আশা করি, এই ক্লাব আমাদের সকলের জন্য একটি শেখার এবং বেড়ে ওঠার জায়গা হয়ে উঠবে।’