কুবির ফিজিক্স ক্লাবের নেতৃত্বে আরাফ-রানা

- Update Time : ০৯:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ১৫১ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ফিজিক্স ক্লাব’র ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের সর্বোচ্চ পদে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফ ভূইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের রানা হোসেন।
গতকাল সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুইটা অবধি বিভাগে ভোটগ্রহণ চলে এবং বিকাল চারটার দিকে ফলাফল ঘোষিত হয়।
উপর্যুক্ত কমিটিতে এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: শিব্বির হোসেন ও নাঈম খান। সাংগঠনিক সম্পাদক হিসেবে ওয়াহিদুজ্জামান খান দীপ্ত, কোষাধ্যক্ষ হিসেবে মো: আফজাল হোসেন এবং প্রচার সম্পাদক হিসেবে মো: আসাদুজ্জামান সৌরভ।
এনিয়ে নবনির্বাচিত সহ-সভাপতি আরাফ ভূইয়া বলেন, পদার্থবিজ্ঞান বিভাগ আমার আবেগের জায়গা। দীর্ঘ ৬ বছর যাবত বিভাগে আছি এবং বিভাগের জন্য কাজ করে যাচ্ছি। বিভাগ কেন্দ্রিক অনেকগুলো প্ল্যান রয়েছে। সেই প্ল্যানগুলো এক্সিকিউট করার আদর্শ জায়গা ফিজিক্স ক্লাব। আমার চেষ্টা থাকবে ফিজিক্স ক্লাব তথা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অন্য মাত্রায় নিয়ে যাওয়া, পূর্ববর্তী কমিটির কাজকেও ছাড়িয়ে যাওয়া।
উল্লেখ্য, উপযুর্ক্ত কমিটিতে পদাধিকারবলে সভাপতির দায়িত্ব পালন করবেন বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার।