কুবির ছাত্রশিবিরের উদ্যোগে ‘সলিডারিটি উইথ প্যালেস্টাইন’ কর্মসূচি পালন

- Update Time : ১১:১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ১১ Time View
ইসরায়েলি গণহত্যা ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় ফিলিস্তিনের পতাকা উত্তলোন করেছে।
বুধবার (১০ এপ্রিল) দুপুরে এই কর্মসূচির পালন করা হয়।
এ ব্যাপারে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক নূর আহমেদ আল আমিন বলেন, ‘ফিলিস্তিনে বছরের পর বছর ধরে চলে আসছে দখল, অবরোধ আর রক্তপাত। গাজা আজ এক খোলা কারাগার, যেখানে ২০ লাখেরও বেশি মানুষ বাস করে বিদ্যুৎ, পানি ও চিকিৎসার সীমিত সুযোগে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক আগ্রাসনে হাজার হাজার শিশু ও নারী নিহত হয়েছে। ধ্বংস হয়েছে হাসপাতাল, স্কুল, এমনকি ত্রাণকেন্দ্রও। জাতিসংঘসহ বহু সংস্থা এই হামলাকে যুদ্ধাপরাধ বলেছে, কিন্তু বিশ্ব এখনো নিরব।’
তিনি আরও বলেন, ‘ গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায়
ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে সলিডারিটি উইথ প্যালেস্টাইন কর্মসূচি পালন করা হয়। ‘
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়