ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুবির গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম

কুবি প্রতিনিধি
  • Update Time : ০৯:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ১৪৪ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম। বিশ্ববিদ্যালয়ের ১০৩ তম সিন্ডিকেট সভায় বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মারুফ হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমকে ২৮ এপ্রিল থেকে আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১০৩ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মারুফ হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি পূর্বক অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমকে ২৮ এপ্রিল থেকে আগামী তিন বছরের জন্য বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমের মেয়াদ শেষ হলে অধ্যাপক ড. মারুফ হাসান বিভাগীয় প্রধান হিসেবে যথারীতি দায়িত্ব পালন করবেন। তবে ৩ মার্চ ২০২৩ থেকে ২৭ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত সময়কাল অধ্যাপক ড. মারুফ হাসানের দায়িত্ব পালনের মেয়াদের সাথে যুক্ত হবে না।

নতুন দায়িত্ব প্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘আমি সকলের কাছে সহযোগিতা চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সুন্দরভাবে পালন করতে পারি। এই ডিপার্টমেন্ট আমার অর্জিন। আমি সকলের সহযোগিতা নিয়ে এই দায়িত্ব পালন করতে চাই।’

উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বর্তমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছিল।

Please Share This Post in Your Social Media

কুবির গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম

কুবি প্রতিনিধি
Update Time : ০৯:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম। বিশ্ববিদ্যালয়ের ১০৩ তম সিন্ডিকেট সভায় বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মারুফ হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমকে ২৮ এপ্রিল থেকে আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১০৩ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মারুফ হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি পূর্বক অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমকে ২৮ এপ্রিল থেকে আগামী তিন বছরের জন্য বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমের মেয়াদ শেষ হলে অধ্যাপক ড. মারুফ হাসান বিভাগীয় প্রধান হিসেবে যথারীতি দায়িত্ব পালন করবেন। তবে ৩ মার্চ ২০২৩ থেকে ২৭ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত সময়কাল অধ্যাপক ড. মারুফ হাসানের দায়িত্ব পালনের মেয়াদের সাথে যুক্ত হবে না।

নতুন দায়িত্ব প্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘আমি সকলের কাছে সহযোগিতা চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সুন্দরভাবে পালন করতে পারি। এই ডিপার্টমেন্ট আমার অর্জিন। আমি সকলের সহযোগিতা নিয়ে এই দায়িত্ব পালন করতে চাই।’

উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বর্তমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছিল।