ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কুবিতে ২য় ফিচার লেখক সম্মেলন; অতিথি হিসেবে থাকবেন যারা

কুবি প্রতিনিধি
  • Update Time : ০৬:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ১২১ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয় ফিচার লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে আগামীকাল (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮) এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান এবং ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশনের ফাইন্ডিং চেয়ারম্যান প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মুতাসিম বিল্লাহ।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

আগত অতিথিরা হলেন– সেন্টার ফর অ্যাডডান্স মিডিয়া এডুকেশনের অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর প্লাবন তারিক, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবীব, চ্যানেল-২৪ এর অ্যাসাইনমেন্ট এডিটর মাকসুদ উন নবী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাজহার সরকার এবং আল-জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজন। আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশনের ফাইন্ডিং চেয়ারম্যান প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মুতাসিম বিল্লাহ, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের প্রভাষক জাকিয়া জাহান মুক্তা ও মশিউর রহমান।

এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।

সংবাদ সম্মেলনে ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশনের ফাইন্ডিং চেয়ারম্যান প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মুতাসিম বিল্লাহ বলেন, ‘আমরা বাংলাদেশের ২য় ফিচার লেখক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি। এতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সিনিয়র সাংবাদিকেরা আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। সাংবাদিকদের ফিচার লিখতে পারাটা অত্যন্ত জরুরি। এবং যারা ইন্টারন্যাশনাল জার্নালে ফিচার লিখে তাদের আলাদা একটা কদর থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে ফিচার লিখা নিয়ে তেমন একটা নার্সিং হয় না। যার ফলে আমাদের দেশে ভালো ফিচার লেখক তৈরি হয় না। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন ফিচার লেখক তৈরি করা।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, ‘ফিচার জিনিসটা এক প্রকারের নন-ফিকশন। ফিচারের কনসেপ্টটা অনেকেই বুঝে না। আমাদের দেশে অনেক সাংবাদিক আছে কিন্তু ভালো ফিচার লেখক নাই। আমরা এই আয়োজনেট মাধ্যমে যারা নবীন শিক্ষার্থী আছে তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিতে চাই যাতে তারা ভালো ফিচার লেখক হয়ে উঠে। এ কারণেই আমরা আলোচক হিসেবে অ্যাকাডেমিসিয়ানের পাশাপাশি মিডিয়ার লোকও রাখছি।’

Tag :

Please Share This Post in Your Social Media

কুবিতে ২য় ফিচার লেখক সম্মেলন; অতিথি হিসেবে থাকবেন যারা

কুবি প্রতিনিধি
Update Time : ০৬:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয় ফিচার লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে আগামীকাল (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮) এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান এবং ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশনের ফাইন্ডিং চেয়ারম্যান প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মুতাসিম বিল্লাহ।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

আগত অতিথিরা হলেন– সেন্টার ফর অ্যাডডান্স মিডিয়া এডুকেশনের অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর প্লাবন তারিক, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবীব, চ্যানেল-২৪ এর অ্যাসাইনমেন্ট এডিটর মাকসুদ উন নবী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাজহার সরকার এবং আল-জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজন। আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশনের ফাইন্ডিং চেয়ারম্যান প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মুতাসিম বিল্লাহ, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের প্রভাষক জাকিয়া জাহান মুক্তা ও মশিউর রহমান।

এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।

সংবাদ সম্মেলনে ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশনের ফাইন্ডিং চেয়ারম্যান প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মুতাসিম বিল্লাহ বলেন, ‘আমরা বাংলাদেশের ২য় ফিচার লেখক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি। এতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সিনিয়র সাংবাদিকেরা আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। সাংবাদিকদের ফিচার লিখতে পারাটা অত্যন্ত জরুরি। এবং যারা ইন্টারন্যাশনাল জার্নালে ফিচার লিখে তাদের আলাদা একটা কদর থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে ফিচার লিখা নিয়ে তেমন একটা নার্সিং হয় না। যার ফলে আমাদের দেশে ভালো ফিচার লেখক তৈরি হয় না। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন ফিচার লেখক তৈরি করা।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, ‘ফিচার জিনিসটা এক প্রকারের নন-ফিকশন। ফিচারের কনসেপ্টটা অনেকেই বুঝে না। আমাদের দেশে অনেক সাংবাদিক আছে কিন্তু ভালো ফিচার লেখক নাই। আমরা এই আয়োজনেট মাধ্যমে যারা নবীন শিক্ষার্থী আছে তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিতে চাই যাতে তারা ভালো ফিচার লেখক হয়ে উঠে। এ কারণেই আমরা আলোচক হিসেবে অ্যাকাডেমিসিয়ানের পাশাপাশি মিডিয়ার লোকও রাখছি।’