কুবিতে রম্য বিতর্ক অনুষ্ঠিত ‘শীত মানেই আমি’

- Update Time : ০৮:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ১০৬ Time View
কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র সাংগঠনিক সপ্তাহ- ২০২৫ উপলক্ষে শীত নিয়ে একটি রম্য বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বুধবার (০৮ জানুয়ারি) দুপুর ১ টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন ব্যাডমিন্টন কোর্টে বির্তকটি অনুষ্ঠিত হয়।
উক্ত বির্তকে স্পীকার হিসেবে ছিলেন ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি (বাংলা) সাকিল আহমেদ সবুজ এবং বির্তকটির বিষয়বস্তু ছিলো ‘শীত মানেই আমি’।
উক্ত বির্তক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে কম্বল চরিত্রে বিতর্ক করেছেন নাজমুস সাকিব, বিয়ে চরিত্রে বিতর্ক করেছেন মো. লাবিব রহমান, কুয়াশা চরিত্রে বিতর্ক করেছেন কিফায়াত উল হক, পিঠাপুলি চরিত্রে বিতর্ক করেছেন সায়মা আক্তার, পারফিউম চরিত্রে বিতর্ক করেছেন ফারহা খানম এবং শীতের চাদর চরিত্রে বিতর্ক করেছেন সূচনা আক্তার।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিল বলেন, ‘কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সপ্তাহ-২০২৫ এর কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সংগঠনের সদস্য হিসেবে যুক্ত করা হবে। এরই ধারাবাহিকতায় এবং লালমাটির ক্যাম্পাসে শীতকে ভিন্নভাবে উপভোগ করার জন্য শীত নিয়ে প্রদর্শনী বিতর্কের আয়োজন করা হয়। এতে শীতের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়কে চরিত্রায়নের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়