কুবিতে বিবিএলটি এক্সপ্লোর লিডারশিপ সেশন অনুষ্ঠিত

- Update Time : ০৯:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ৬৬ Time View
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)-এর উদ্যোগে এবং স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি (এসডিসি) ও কুমিল্লা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন – এর সহযোগিতায় ‘বিবিএলটি এক্সপ্লোর’ শীর্ষক একটি লিডারশিপ ভিত্তিক সেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২রা আগস্ট ) দুপুর তিনটায় বিজনেস ফ্যাকাল্টির সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়ক নানা দিক তুলে ধরা হয়। সেশনের শুরুতে কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত এবং বিওয়াইএলসি সম্পর্কে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মেহের নিগার। তিনি নেতৃত্বের গুণাবলি এবং শিক্ষার্থীদের মধ্যে এই দক্ষতা বিকাশে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
মূল আলোচনায় করেন বিওয়াইএলসি-এর ট্রেইনার আব্দুল্লাহ আল মামুন সানি এবং ট্রেইনার রাফসান জামি।
আব্দুল্লাহ আল মামুন বলেন, “নেতৃত্ব একটি গঠনমূলক কার্যক্রম, এটি কোনো অবস্থান নয়। একজন প্রকৃত নেতা কেবল আদেশ দেয় না, বরং পথ দেখায় ও সুরক্ষা নিশ্চিত করে।” তার সেশনে নেতৃত্বের সংজ্ঞা, মানসিক দৃঢ়তা, অভিযোজনযোগ্য নেতৃত্ব কৌশল, জনসমক্ষে কথা বলার কৌশলসহ (যেমন: বডি ল্যাঙ্গুয়েজ, চোখের যোগাযোগ, ভয়েস মডুলেশন) নানা দিক নিয়ে বিশদ আলোচনা হয়।”
পরবর্তীতে ট্রেইনার রাফসান জামি বিওয়াইএলসি -এর প্রতিষ্ঠা, সংস্থার লক্ষ্য ও কার্যক্রম এবং বিবিএলটি প্রোগ্রাম নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের সামনে সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা ও অংশগ্রহণ পদ্ধতি তুলে ধরেন।
এরপর ক্যাম্পাস অ্যাম্বাসেডর রুবাইয়া সুলতানা সাথী নিজের বিবিএলটি যাত্রা ও অভিজ্ঞতা শেয়ার করেন।
আলোচনায় আরও অংশ নেন স্টাডি এব্রোড কুমিল্লা এর শাহনূর কিবরিয়া সুজন, যিনি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ ও লিডারশিপ সংশ্লিষ্ট এজেন্সি কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন।
অনুষ্ঠানে রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে একটিভ প্লাস এবং স্ন্যাকস পার্টনার হিসেবে জাইতুন ছিলো।
সবশেষে অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক বিতরণ, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশন এবং ক্লাব পার্টনার -কে কৃতজ্ঞতা জ্ঞাপনসহ সার্টিফিকেট ও উপহার প্রদান করার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।