কুবিতে বিদ্যুৎ ও ওয়াইফাই সমস্যা সমাধানের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

- Update Time : ০১:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৩৫ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘদিন ধরে চলমান বিদ্যুৎ ও ওয়াইফাই সমস্যার সমাধানের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে আবাসিক হলের শিক্ষার্থীরা। দ্রুত প্রযুক্তিগত সমস্যার সমাধান না হলে আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল থেকে মধ্যরাতে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরাও মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীরা দক্ষিণ মোড় হয়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে জড়ো হন।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা মুখরিত স্লোগানে প্রতিবাদ জানান। তারা বলেন, “জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো”, “একশন টু একশন, ডাইরেক্ট একশন”, “এক দুই তিন চার, আইটি সেল গদি ছাড়”, “বিদ্যুৎ-ওয়াইফাইয়ের সমাধান, করতে হবে করতে হবে”। পাশাপাশি, “নেট নাই, নেট নাই” স্লোগান দিয়ে প্রযুক্তিগত দুরবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ইন্টারনেট সেবার মান খুবই খারাপ এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে একাডেমিক ও দৈনন্দিন কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে। তারা দ্রুত এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান দাবি করেন।
এ সময় বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী পাবেল রানা বলেন,’দীর্ঘদিন ধরে আমরা বিদ্যুৎ ও ওয়াইফাই সমস্যায় ভুগছি। বারবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর সমাধান পাইনি। প্রশাসনের নীরবতায় আমরা হতাশ। তাই বাধ্য হয়েই আজকের এই বিক্ষোভ মিছিল করেছি। আমরা চাই, দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান হোক।’
কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী অরবিন্দু সরকার বলেন,’ আমরা আজকে মিছিলে আসছি কারণ অনেক দিন ধরেই ওয়াইফাই সমস্যা হচ্ছে। একটু পর পর ওয়াইফাই, বিদ্যুৎ চলে যায়। এতে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে আমাদের মিড, সেমিস্টার চলছে। আমরা এর দ্রুত সমাধান চাই।
বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী নাঈমুর রহমান প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বলেন,’দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও ওয়াইফাই সমস্যায় আমরা চরম ভোগান্তির মধ্যে রয়েছি। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। তাই আমরা আগামী রবিবার পর্যন্ত সময় দিচ্ছি। সে দিন আমরা প্রশাসনের কাছ থেকে স্পষ্ট সমাধান প্রত্যাশা করি। যদি কোনো উদ্যোগ না দেখা যায়, তাহলে আমরা আবারও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়