ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

কুবিতে বহিষ্কৃত শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত 

কুবি প্রতিনিধি
  • Update Time : ০৭:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ৫৭ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাদক সম্পৃক্ততার অভিযোগে বহিষ্কৃত শিক্ষার্থীর সেমিস্টার ফাইনাল পরীক্ষায় বসার ঘটনায় উক্ত শিক্ষার্থীর পরীক্ষাটি বাতিল হচ্ছে।

বৃহস্পতিবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি জানান, বহিষ্কারের সিদ্ধান্ত হওয়ার পর সেটার ফাইল নোট পাস হয়ে আসতে একটু লেইট হয়েছে, সেজন্য তখন চিঠি পাঠানো সম্ভব হয়নি। পরে সেটা পাস হওয়ার সাথে সাথে আমরা পাঠিয়ে দিয়েছে। তাই ওর (শাকিল) পরীক্ষা বাতিল হয়ে যাবে।

জানা যায়, অভিযুক্ত ওই শিক্ষার্থী হলেন প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ বর্ষের শাকিল খান। গত ০৬ মে বিজয়-২৪ হলে প্রাধ্যক্ষের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে মাদকের সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে ৭ই মে তাকে হল থেকে এবং ১৪ মে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তবে বহিষ্কার আদেশ নিয়েই গত ১৮ মে ওই শিক্ষাবর্ষের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন শাকিল খান। ফলে সেটা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তখন তার পরীক্ষায় বসা নিয়ে বিভাগ থেকে দাবি করা হয়েছিল, তাদের কাছে বহিষ্কারসংক্রান্ত আনুষ্ঠানিক কোন চিঠি আসেনি। তাই পরীক্ষায় বসতে দিয়েছে।

এনিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘বহিষ্কারের চিঠি বিভাগে এসেছে। এখন অটোমেটিক তার পরীক্ষাটি বাতিল হয়ে যাবে। পরীক্ষার আগে যদি তখন চিঠি আসতো, তাহলে আমরা পরীক্ষায় বসতে দিতাম না। পরে আসছে। আমরা এটা ওই শিক্ষার্থীকে জানিয়ে দিয়েছি।’

Please Share This Post in Your Social Media

কুবিতে বহিষ্কৃত শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত 

কুবি প্রতিনিধি
Update Time : ০৭:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাদক সম্পৃক্ততার অভিযোগে বহিষ্কৃত শিক্ষার্থীর সেমিস্টার ফাইনাল পরীক্ষায় বসার ঘটনায় উক্ত শিক্ষার্থীর পরীক্ষাটি বাতিল হচ্ছে।

বৃহস্পতিবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি জানান, বহিষ্কারের সিদ্ধান্ত হওয়ার পর সেটার ফাইল নোট পাস হয়ে আসতে একটু লেইট হয়েছে, সেজন্য তখন চিঠি পাঠানো সম্ভব হয়নি। পরে সেটা পাস হওয়ার সাথে সাথে আমরা পাঠিয়ে দিয়েছে। তাই ওর (শাকিল) পরীক্ষা বাতিল হয়ে যাবে।

জানা যায়, অভিযুক্ত ওই শিক্ষার্থী হলেন প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ বর্ষের শাকিল খান। গত ০৬ মে বিজয়-২৪ হলে প্রাধ্যক্ষের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে মাদকের সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে ৭ই মে তাকে হল থেকে এবং ১৪ মে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তবে বহিষ্কার আদেশ নিয়েই গত ১৮ মে ওই শিক্ষাবর্ষের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন শাকিল খান। ফলে সেটা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তখন তার পরীক্ষায় বসা নিয়ে বিভাগ থেকে দাবি করা হয়েছিল, তাদের কাছে বহিষ্কারসংক্রান্ত আনুষ্ঠানিক কোন চিঠি আসেনি। তাই পরীক্ষায় বসতে দিয়েছে।

এনিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘বহিষ্কারের চিঠি বিভাগে এসেছে। এখন অটোমেটিক তার পরীক্ষাটি বাতিল হয়ে যাবে। পরীক্ষার আগে যদি তখন চিঠি আসতো, তাহলে আমরা পরীক্ষায় বসতে দিতাম না। পরে আসছে। আমরা এটা ওই শিক্ষার্থীকে জানিয়ে দিয়েছি।’