কুবিতে পর্দা উঠলো চতুর্থ আন্তর্জাতিক বিএসএসসিআর সম্মেলনের

- Update Time : ০১:০০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ১১৮ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দুই দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক বিএসএসসিআর সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএসসিআরের সেক্রেটারি জেনারেল অধ্যাপক শাহনাজ হুসনে জাহান, কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সম্মেলনের সমন্বয়কারী সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন। এছাড়া বাংলা বিভাগের অধ্যাপক ড. মোকাদ্দেস উল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসানসহ অন্যান্য শিক্ষক।
বাংলাদেশ, ভারত ও নেপালসহ পাঁচটি দেশের গবেষকদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে বিজ্ঞান, আধ্যাত্মিকতা, সমাজ, ইতিহাস, পরিবেশ ও প্রযুক্তিসহ নানা বিষয়ে মোট ২৯টি একাডেমিক সেশন অনুষ্ঠিত হবে।
এর আগে বিকেলে গবেষক ও অতিথিদের জন্য ইটাখোলা মুড়া, রূপবান মুড়া ও লাটিখোলা মুড়া পরিদর্শনের মাধ্যমে প্রি-কনফারেন্স ট্যুরের আয়োজন করা হয়। এছাড়া সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিএসএসসিআর নির্বাহী কমিটির সভা ও আলোকচিত্র প্রদর্শনী।
এছাড়া শুক্রবার (১৭ অক্টোবর) মূল আলোচনা পর্বে “লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব, শিল্প ও স্থাপত্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও প্রযুক্তি, দর্শন ও সাহিত্য, আদিবাসী সংস্কৃতি, মিডিয়া ও শাসন, স্বাস্থ্য ও লোকশিল্প এবং ভ্রমণ ও পর্যটন”—শীর্ষক সেশনগুলো অনুষ্ঠিত হবে। সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৮ অক্টোবর শালবন বিহারে।
সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক অংশ নিচ্ছেন বলে জানা যায়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সম্মেলনের সমন্বয়কারী সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন কুমিল্লার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে একটি উপস্থাপনা দেন। তিনি বলেন, “গবেষণা প্রবন্ধ লেখার ক্ষেত্রে কনসেপ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিনাজপুরে গত কনফারেন্সে যাওয়ার পর আমাদের শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করেছিল কুবিতে এমন একটি আয়োজন করার। আজ সেই স্বপ্ন বাস্তব হয়েছে। বিশ্ববিদ্যালয় কেবল ক্লাস ও পরীক্ষার জায়গা নয় বরং নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্র। তরুণদের জ্ঞানচর্চায় উৎসাহিত করতেই এই আয়োজন।”
বিএসএসসিআরের সেক্রেটারি জেনারেল অধ্যাপক শাহনাজ হুসনে জাহান বলেন, “দুই দিনব্যাপী এ সম্মেলনে ১৭০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। বাংলাদেশসহ পাঁচটি দেশ থেকে গবেষকরা অংশ নিচ্ছেন। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ অংশগ্রহণকারী স্নাতক শিক্ষার্থী। তরুণ গবেষকদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়