ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর”  ফরিদপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু লাগামহীন দুর্নীতির পরও বহাল তবিয়তে হাত বেঁধে-মুখ ঢেকে নৌকায় চাপিয়ে জোর করে সাগরে ফেলা হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ দেশকে বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবেঃ তারেক রহমান

কুবিতে দ্বিতীয় ফিচার লেখক সম্মেলন অনুষ্ঠিত  

কুবি প্রতিনিধি
  • Update Time : ১১:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ২১৫ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফডব্লিউএবি) এর সহযোগিতায় দ্বিতীয় ফিচার লেখক সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট এবং উপহারসামগ্রীসহ ব্যাগ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৮ জন অতিথি ফিচার সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আগত অতিথিরা হলেন– সেন্টার ফর অ্যাডডান্স মিডিয়া এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর প্লাবন তারিক, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবীব, চ্যানেল-২৪ এর অ্যাসাইনমেন্ট এডিটর মাকসুদ উন নবী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাজহার সরকার এবং আল-জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজন।

আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডিং চেয়ারম্যান প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মুতাসিম বিল্লাহ, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের প্রভাষক জাকিয়া জাহান মুক্তা ও মশিউর রহমান।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘এই আয়োজন থেকে শিখার অনেক কিছু আছে। যারা এমন একটি আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভালো সাংবাদিক হয়ে উঠার ক্ষেত্রে এই ধরনের সেমিনার সাহায্য করে। এতে করে নিজের স্কিলস যেমন ডেভেলপ হবে তেমনি দেশ ও জাতির জন্য উপকার হবে। খবরকে যদি মস্তিষ্ক মনে করি তাহলে ফিচার হবে হার্ট।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় এবং সংবাদমাধ্যম একে অপরের প্রাকৃতিক অংশীদার। আমরা মনে করি, জ্ঞানের প্রকৃত মূল্য তখনই জয়, যখন সেটা শ্রেণিকক্ষের চারদেয়ালে আটকে না থেকে সমাজে ছড়িয়ে পরে। এক্ষেত্রে আপনাদের শক্তি, অনুসন্ধান, গবেষণায় আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে যায়।’

সেমিনারের সভাপতি প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ বলেন, ‘কুবিই একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি প্রাগৈতিহাসিক স্থাপত্যের উপর দাঁড়িয়ে। তাই আমাদের শিক্ষার্থীরা যদি ভালো ট্রেনিং পায় তাহলে তারা ভালো ফিচার লেখক হয়ে উঠতে পারবে। এজন্যই মূলত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন করা।’

সম্মেলনের আহ্বায়ক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত বলেন, ‘আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় ফিচার লেখক সম্মেলনের আয়োজন সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি। এই আয়োজন সফল করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—বিশ্ববিদ্যালয় প্রশাসন, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আজকের এই সম্মেলনের মূল অংশগ্রহণকারী ফিচার লেখকদের—সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই সম্মেলনের মাধ্যমে আমি আশা করি, আপনারা ফিচার লেখার অন্যতম শাখা ‘সফট স্টোরি’ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাবেন এবং এই ধারার লেখালেখিতে আগ্রহী হবেন।’

Please Share This Post in Your Social Media

কুবিতে দ্বিতীয় ফিচার লেখক সম্মেলন অনুষ্ঠিত  

কুবি প্রতিনিধি
Update Time : ১১:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফডব্লিউএবি) এর সহযোগিতায় দ্বিতীয় ফিচার লেখক সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট এবং উপহারসামগ্রীসহ ব্যাগ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৮ জন অতিথি ফিচার সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আগত অতিথিরা হলেন– সেন্টার ফর অ্যাডডান্স মিডিয়া এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর প্লাবন তারিক, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবীব, চ্যানেল-২৪ এর অ্যাসাইনমেন্ট এডিটর মাকসুদ উন নবী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাজহার সরকার এবং আল-জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজন।

আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডিং চেয়ারম্যান প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মুতাসিম বিল্লাহ, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের প্রভাষক জাকিয়া জাহান মুক্তা ও মশিউর রহমান।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘এই আয়োজন থেকে শিখার অনেক কিছু আছে। যারা এমন একটি আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভালো সাংবাদিক হয়ে উঠার ক্ষেত্রে এই ধরনের সেমিনার সাহায্য করে। এতে করে নিজের স্কিলস যেমন ডেভেলপ হবে তেমনি দেশ ও জাতির জন্য উপকার হবে। খবরকে যদি মস্তিষ্ক মনে করি তাহলে ফিচার হবে হার্ট।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় এবং সংবাদমাধ্যম একে অপরের প্রাকৃতিক অংশীদার। আমরা মনে করি, জ্ঞানের প্রকৃত মূল্য তখনই জয়, যখন সেটা শ্রেণিকক্ষের চারদেয়ালে আটকে না থেকে সমাজে ছড়িয়ে পরে। এক্ষেত্রে আপনাদের শক্তি, অনুসন্ধান, গবেষণায় আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে যায়।’

সেমিনারের সভাপতি প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ বলেন, ‘কুবিই একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি প্রাগৈতিহাসিক স্থাপত্যের উপর দাঁড়িয়ে। তাই আমাদের শিক্ষার্থীরা যদি ভালো ট্রেনিং পায় তাহলে তারা ভালো ফিচার লেখক হয়ে উঠতে পারবে। এজন্যই মূলত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন করা।’

সম্মেলনের আহ্বায়ক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত বলেন, ‘আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় ফিচার লেখক সম্মেলনের আয়োজন সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি। এই আয়োজন সফল করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—বিশ্ববিদ্যালয় প্রশাসন, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আজকের এই সম্মেলনের মূল অংশগ্রহণকারী ফিচার লেখকদের—সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই সম্মেলনের মাধ্যমে আমি আশা করি, আপনারা ফিচার লেখার অন্যতম শাখা ‘সফট স্টোরি’ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাবেন এবং এই ধারার লেখালেখিতে আগ্রহী হবেন।’