কুবিতে ‘ইভেন্ট প্ল্যানিং এন্ড ক্লাব লিডারশীপ’ শীর্ষক কর্মাশালা অনুষ্ঠিত

- Update Time : ০৪:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ২৩১ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘এন্ট্রেপ্রেনিয়রশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি)’ এর উদ্যোগে ‘ইভেন্ট প্ল্যানিং এন্ড ক্লাব লিডারশিপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে ক্লাবের নবনিযুক্ত ৩৩ জন ম্যানেজমেন্ট ট্রেইনি (এমটি) এই সেশনটিতে অংশগ্রহণ করেন।
মাইনুল ইসলাম ও ইসরাত জাহান ইতির সঞ্চালনায় প্রথম সেশনের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএলডিসির সাবেক ডিরেক্টর সুমাইয়া কবির। তিনি ইভেন্ট প্ল্যানিং এবং এক্সিকিউশন শীর্ষক আলোচনা করেন। আরেকটি সেশনে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান মডারেটর মো. জহির রায়হান। তিনি এমটি-দের নেতৃত্ব দক্ষতা, দায়িত্ববোধ এবং ক্লাবের প্রতি দায়বদ্ধতা বিষয়ে গুরুত্বারোপ করেন।
এই কর্মশালার ব্যাপারে ক্লাবের সাধারণ সম্পাদক কাজী যুহায়ের আনান লাযিম বলেন, ‘নতুন এমটি-দের মাঝে আমরা ক্লাবের ভবিষ্যৎ নেতৃত্ব দেখতে পাই। এই সেশন যেন তাঁদের আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও টিমওয়ার্কের মানসিকতা গড়ে তোলে, এই কামনা করি। ইএলডিসি-কে সামনে এগিয়ে নিতে (এমটিডিপি:৫.০) একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।’
ক্লাবের বর্তমান সভাপতি শাহরিয়ার আলম সাফল্য বলেন, ‘নেতৃত্ব কখনো শুধুই পদ-পদবির বিষয় নয়, এটি হলো দায়িত্ববোধ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং কাজে আগ্রহী হয়ে এগিয়ে আসার মানসিকতা। আজকের সেশন ছিল সেই নেতৃত্বগুণ বিকাশের এক গুরুত্বপূর্ণ সূচনা। আমরা বিশ্বাস করি, আমাদের নতুন MT-রা আজ যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছে, তা বাস্তবজীবনে কাজে লাগিয়ে ইএলডিসি-এর অগ্রযাত্রায় মূল্যবান অবদান রাখবে। ক্লাবের প্রতিটি সদস্য একেকটি সম্ভাবনার দীপ্ত আলো, আর (এমটিডিপি:৫.০) হচ্ছে সেই আলোকে আরও উজ্জ্বল করে তোলার এক অনুপ্রেরণামূলক যাত্রা।’