ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ভাঙচুর ও গোলাগুলি প্রতিষ্ঠার দুই দশক পর টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া ৯ মাসে ইতালিতে পাড়ি জমানো অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশী প্রত্যেক উপদেষ্টাই বিদেশি নাগরিক : রুমিন ফারহানা আবারও ফিল্মফেয়ারের মঞ্চ মাতাবেন শাহরুখ ইসলামি শক্তিকে ক্ষমতায় আনতে হবে: চরমোনাই পীর আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল মিশরের বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক

কুবিতে ইএলডিসি’র উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

কুবি প্রতিনিধি
  • Update Time : ০৮:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ১৪১ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) এর উদ্যোগে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, প্রস্তুতির ধাপ, এবং কার্যকর পরিকল্পনা বিষয়ে সচেতন ও অনুপ্রাণিত করতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইএলডিসি’র সদস্য মো. রিফাত আলি এবং মৌমিতা চৌধুরী।

‘বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে অনুষ্ঠিত সেমিনারটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, প্রস্তুতির ধাপ এবং বাস্তব পরিকল্পনা সম্পর্কে সচেতন ও অনুপ্রাণিত করা। এসময় শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে নানান প্রশ্ন, সমস্যা ও প্রতিবন্ধকতা গুলো তুলে ধরেন এবং আলোচক এবং উপদেষ্টারা সেগুলো নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অনুপ্রাণিত করেন।

উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ইএলডিসি’র উপদেষ্টা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সায়েদুল আল আমিন এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ময়নাল হোসেন। সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফারিস ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সেলিং এর সিওও মো. আল-আমিন সরকার। এছাড়াও অনুষ্ঠানে ইএলডিসি’র কার্যনির্বাহী সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ইএলডিসি ইভেন্টের প্রধান সমন্বয়কারী রিয়াদ হোসেন বলেন, ‘এই ইভেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল যে-সব শিক্ষার্থী বিদেশে পড়াশোনায় আগ্রহী কিন্তু কোথা থেকে শুরু করতে হবে জানেন না, তাদের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া। আমরা জানি— স্বপ্ন থাকে সবার, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সঠিক পথচলার দিকনির্দেশনা অনেক সময় পাওয়া যায় না। আমি বিশ্বাস করি, এই সেশন থেকে শিক্ষার্থীরা শুধু তথ্যই পাননি, বরং আত্মবিশ্বাসও অর্জন করেছেন। আশা করি, তারা এখান থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের স্বপ্নকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরবেন এবং একদিন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সাফল্যের গল্প লিখবেন।’

ইএলডিসি’র সভাপতি শাহরিয়ার আলম সাফল্য বলেন, ‘বিয়ন্ড বর্ডারস আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে বৈশ্বিক শিক্ষা ও সুযোগের দরজা খুলে দেওয়া। আমরা চাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানের দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করুক। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু তথ্যই পায়নি, বরং অনুপ্রেরণা পেয়েছে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনাকে নতুনভাবে ভাবার। ইএলডিসি সবসময়ই এমন উদ্যোগে কাজ করে যাচ্ছে যা শিক্ষার্থীদের সক্ষমতা বিকাশে বাস্তব প্রভাব ফেলে। ইনশাল্লাহ খুব শিগ্‌গিরই আমরা আরও নতুন চমক নিয়ে আসছি।’

উল্লেখ্য, সেমিনারের শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনজন উত্তরদাতাকে এইইএলটিএস বইয়ের সেট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

কুবিতে ইএলডিসি’র উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

কুবি প্রতিনিধি
Update Time : ০৮:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) এর উদ্যোগে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, প্রস্তুতির ধাপ, এবং কার্যকর পরিকল্পনা বিষয়ে সচেতন ও অনুপ্রাণিত করতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইএলডিসি’র সদস্য মো. রিফাত আলি এবং মৌমিতা চৌধুরী।

‘বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে অনুষ্ঠিত সেমিনারটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, প্রস্তুতির ধাপ এবং বাস্তব পরিকল্পনা সম্পর্কে সচেতন ও অনুপ্রাণিত করা। এসময় শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে নানান প্রশ্ন, সমস্যা ও প্রতিবন্ধকতা গুলো তুলে ধরেন এবং আলোচক এবং উপদেষ্টারা সেগুলো নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অনুপ্রাণিত করেন।

উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ইএলডিসি’র উপদেষ্টা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সায়েদুল আল আমিন এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ময়নাল হোসেন। সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফারিস ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সেলিং এর সিওও মো. আল-আমিন সরকার। এছাড়াও অনুষ্ঠানে ইএলডিসি’র কার্যনির্বাহী সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ইএলডিসি ইভেন্টের প্রধান সমন্বয়কারী রিয়াদ হোসেন বলেন, ‘এই ইভেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল যে-সব শিক্ষার্থী বিদেশে পড়াশোনায় আগ্রহী কিন্তু কোথা থেকে শুরু করতে হবে জানেন না, তাদের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া। আমরা জানি— স্বপ্ন থাকে সবার, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সঠিক পথচলার দিকনির্দেশনা অনেক সময় পাওয়া যায় না। আমি বিশ্বাস করি, এই সেশন থেকে শিক্ষার্থীরা শুধু তথ্যই পাননি, বরং আত্মবিশ্বাসও অর্জন করেছেন। আশা করি, তারা এখান থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের স্বপ্নকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরবেন এবং একদিন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সাফল্যের গল্প লিখবেন।’

ইএলডিসি’র সভাপতি শাহরিয়ার আলম সাফল্য বলেন, ‘বিয়ন্ড বর্ডারস আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে বৈশ্বিক শিক্ষা ও সুযোগের দরজা খুলে দেওয়া। আমরা চাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানের দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করুক। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু তথ্যই পায়নি, বরং অনুপ্রেরণা পেয়েছে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনাকে নতুনভাবে ভাবার। ইএলডিসি সবসময়ই এমন উদ্যোগে কাজ করে যাচ্ছে যা শিক্ষার্থীদের সক্ষমতা বিকাশে বাস্তব প্রভাব ফেলে। ইনশাল্লাহ খুব শিগ্‌গিরই আমরা আরও নতুন চমক নিয়ে আসছি।’

উল্লেখ্য, সেমিনারের শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনজন উত্তরদাতাকে এইইএলটিএস বইয়ের সেট প্রদান করা হয়।