কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

- Update Time : ০৯:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ১২ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা -২০২৫’ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ মে) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই আয়োজন করা হয়।
শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলমের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. আব্দুল হাকিম, সহকারী প্রক্টর মাহমুদুল হাসান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আব্দুল হাকিম বলেন, ‘সবার প্রতি আমার অনুরোধ খেলায় হার জিত থাকবেই, সেটা মেনে নেওয়ার মানুষিক প্রস্তুতি নিতে হবে। যে উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে খেলা পরিচালনা করা হয় সে উদ্দেশ্যটুকু তোমরা সফল করবে এবং আমরা আশা করবো তোমরা আম্পায়ার যে সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্ত সবাই মেনে নিবে।’
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘অতীতের কিছু খেলায় আমরা দেখেছি খেলোয়াড় ও দর্শকদের আচারনে কিছুটা ব্যতয় ঘটেছে। এই টুর্নামেন্টে আমরা আশা করছি যে দলগুলো অংশগ্রহণ করছে তারা শান্তিপূর্ণ ভাবে খেলা সম্পূর্ন করতে সহোযোগিতা করবে। খেলায় হার-জিত থাকবেই এবং পরিচালনা কমিটির সিদ্ধান্ত যা হবে তা মেনে নেওয়ার চেষ্টা করবে। সর্বোপরি এই খেলার সুন্দর সমাপ্তির লক্ষে প্রতিটি বিভাগ একটি প্রতিযোগিতামূলক খেলা উপহার দিবে। ভবিষ্যতেও এই খেলাধুলার কার্যক্রম চলমান থাকবে।’
সভাপতির বক্তব্যে ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘আমরা সবাই চাই বিশ্ববিদ্যালয়ের খেলাগুলো প্রচলিত থাকুক শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে। আমরা শিক্ষক ছাত্ররা ডিপার্টমেন্টকে যেমন ধারন করি বিশ্ববিদ্যালয়কেও তেমন ধারন করা উচিত। নভেম্বরে স্পোর্টস কমিটি গঠন হওয়ার পর থেকে সব খেলা অনুষ্ঠিত হয়েছে এবং ক্রিকেট খেলার মধ্য দিয়ে এই খেলার সমাপ্তি ঘটবে।’
উল্লেখ্য, ১৯ টি বিভাগের অংশগ্রহণে এই টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ব্যতীত প্রতিটি ম্যাচ দশ ওভারে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ওভারে। আগামী ২১ই মে (বুধবার) ফাইনালের মাধ্যমে এই টুর্নামেন্টের শেষ হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়