কুবিতে আইন বিভাগের আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

- Update Time : ০৩:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৮ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইন বিভাগ কর্তৃক আয়োজিত আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে বিভাগের ১৭ তম আবর্তনকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ১৮তম আবর্তন। উক্ত ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ফাইনাল হন আইন বিভাগে ১৮ তম ব্যাচের শিক্ষার্থী সিয়াম এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন ১৮ তম ব্যাচের শিক্ষার্থী আবু নূরে মুস্তাক।
সোমবার (১৭ই ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে বিভাগীয় প্রধান মো. আলী মোর্শেদ কাজেম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষক প্রভাষক সোহরাব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলী মোর্শেদ কাজেম বলেন,’আইন বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট আন্তঃব্যাচ সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করছে বলে আমার দৃঢ় বিশ্বাস। এ ধরণের সহশিক্ষা কার্যক্রমগুলো আরও বেশি আয়োজনে বিভাগ দৃঢ় প্রতিজ্ঞ এবং ভবিষ্যতে এ সকল আয়োজন বৃদ্ধিতে বিভাগের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’
বিভাগের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সিয়াম আহমেদ বলেন, ‘আমাদের এই টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য হচ্ছে আইন বিভাগের সিনিয়র-জুনিয়রদের মধ্যে সুসম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। সবাইকে ধন্যবাদ এত সুন্দরভাবে টুর্নামেন্ট শেষ করতে সহযোগিতা করার জন্য। আমরা সিনিয়ররা হয়ত খুব বেশি দিন আর ক্যাম্পাসে থাকবনা। আশা করছি আমাদের জুনিয়ররা এরকম আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে।’