কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন

- Update Time : ০৩:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ৯৯ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ইতিহাস সমিতির যৌথ আয়োজনে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটি আগামী ১৬ এবং ১৭ মে বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫মে) সকাল সাড়ে ১১ টার দিকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন।
এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ ও বিদেশের খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ, আন্তঃবিভাগীয় গবেষক, ঐতিহ্য সংরক্ষণবিদ এবং নবীন গবেষকেরা অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অনীল কুমার। সম্মেলনের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলনের বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘এই আন্তর্জাতিক সম্মেলন পারস্পরিক একাডেমিক কাজের আলাপ, আন্তঃবিভাগীয় সংলাপ এবং প্রত্নতাত্ত্বিক জ্ঞানের প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা প্রত্নতাত্ত্বিক গবেষণা ও শিক্ষার কেন্দ্র হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।’