উখিয়া ইউএনও
কুতুপালং বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সার্বিক সহযোগিতা করা হবে

- Update Time : ০৩:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ১৩ Time View

বর্জ্য অপসারণ ব্যবস্থাপনার ডাম্পিংস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
উখিয়ার কুতুপালং বাজার পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তার আশেপাশের বর্জ্য অপসারণ ব্যবস্থাপনার ডাম্পিংস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
১৭ মে দুপুরে তিনি কুতুপালং বাজারে ময়লা-আবর্জনা রাখার যে ডাম্পিং ব্যবস্থা রয়েছে,তা দেখেন এবং আরো বড় পরিসরে বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন।এতে কুতুপালং বাজার পরিস্কার-পরিচ্ছন্ন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ওই সময় কুতুপালংয়ের কয়েকটি হাসপাতাল ও ক্লিনিক সরেজমিন পরিদর্শন করে স্বাস্থ্য সেবা প্রদান ও পরিস্কার-পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর সাপোর্ট দেওয়া এনজিও প্রতিনিধি,কুতুপালং জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জিয়াউল হক আজাদ,কুতুপালং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ,উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও বাজার ব্যবসায়ীদের অনেকেই উপস্থিত ছিলেন।