ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষে একজন নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
- Update Time : ০৭:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১২৩ Time View
কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্তের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে নুর হোসেন (৫৮) নামের একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ ফেব্র“য়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মর্তুজা।
এর আগে দুপুরের দিকে উপজেলার ধরনিবাড়ী বাড়ি ইউনিয়নের মালতিবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত নুর হোসেন ওই ইউনিয়নের মালতিবাড়ী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় প্রতিপক্ষের জাফর আলী ও রাণু বাবু নামের দু-জনকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।
স্থানীয় জানান, নিহত নুর হোসেন ও প্রতিপক্ষের জাফর আলীদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিবাদ চলে আসছিল। এরই জের ধরে আজ জমিতে দুপক্ষের সংঘর্ষ বাদে। এতে নুর হোসেন নামের একজন নিহত হয়।
ওসি গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।