ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, যুবক জেল হাজতে

কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : ০৯:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / ১০৯ Time View

কুড়িগ্রামের রাজারহাটে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে একইদিন রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানান, সম্প্রতি ইমাম হোসেন নামের একটি সামাজিক মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করা একটি লেখা প্রচার হচ্ছিল। ওই মাধ্যম থেকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের চিনিরাম দাসের ছেলে বিষাদু চন্দ্র দাস(২৭) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি শেয়ার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকার ধর্মপ্রাণ বিক্ষুব্ধ মুসল্লিগণ বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশের পক্ষ থেকে বিক্ষুব্ধ মুসল্লিদের অভিযুক্ত বিষাদু চন্দ্রকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরই প্রেক্ষিতে রাজারহাট থানার পুলিশ অভিযান চালিয়ে রংপুর থেকে অভিযুক্ত বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতার করে।

এ ঘটনায় সোমবার (২৯ডিসেম্বর) রাজারহাট থানায় একটি মামলা দায়ের হলে মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির মামলায় একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

কুড়িগ্রামে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, যুবক জেল হাজতে

কুড়িগ্রাম প্রতিনিধি
Update Time : ০৯:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামের রাজারহাটে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে একইদিন রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানান, সম্প্রতি ইমাম হোসেন নামের একটি সামাজিক মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করা একটি লেখা প্রচার হচ্ছিল। ওই মাধ্যম থেকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের চিনিরাম দাসের ছেলে বিষাদু চন্দ্র দাস(২৭) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি শেয়ার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকার ধর্মপ্রাণ বিক্ষুব্ধ মুসল্লিগণ বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশের পক্ষ থেকে বিক্ষুব্ধ মুসল্লিদের অভিযুক্ত বিষাদু চন্দ্রকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরই প্রেক্ষিতে রাজারহাট থানার পুলিশ অভিযান চালিয়ে রংপুর থেকে অভিযুক্ত বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতার করে।

এ ঘটনায় সোমবার (২৯ডিসেম্বর) রাজারহাট থানায় একটি মামলা দায়ের হলে মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির মামলায় একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।