কী আছে জয়ার ‘ফেরেশতে’ সিনেমায়, দেখুন ঘরে বসে
- Update Time : ০২:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২৮৫ Time View
সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অভিনেত্রী জয়া আহসানের সিনেমা ‘ফেরেশতে’ এবার দেখা যাচ্ছে ঘরে বসে।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে চলছে সিনেমাটি। প্ল্যাটফর্মটি তাদের ফেইসবুকে জানিয়েছে, “ভালোভাবে বেঁচে থাকার জন্য এক সাধারণ পরিবারের কঠোর সংগ্রামের গল্প আসছে।
“জয়া আহসানের অভিনয়ে, ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘ফেরেশতে’ বঙ্গতে চলবে রোববার থেকে।
ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত এই সিনেমার চিত্রনাট্যে সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প বলা হয়েছে। যেখানে ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর কাহিনী ঘিরে এগিয়েছে সিনেমাটি।
সিনেমায় দেখাচ্ছে, ফেরেশতে একজন গার্মেন্টস কর্মী, আর তার স্বামী আমজাদ রিকশাচালক। তারা নিঃসন্তান, কিন্তু প্রতিবেশী এক বধির শিশুর দায়িত্ব নিজেদের কাধে তুলে নেন। জীবনের নুন আনতে পান্তা ফুরানো অবস্থাতেও তারা অন্যের জন্য ত্যাগ স্বীকার করে।
ফেরেশতের স্বপ্ন নিজের একটি দোকান দেওয়া, আমজাদের ইচ্ছা রিকশা ছেড়ে সিএনজি চালিত অটোরিকশা চালানো। তবে তাদের ছোট ছোট এই স্বপ্নগুলো পূরণের পথে বাধা আসে নানা রকম। তবু তাদের সম্পর্কের মজবুত বন্ধন ও মানবিকতার শক্তিই সিনেমার গল্পকে এগিয়ে নিয়ে যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়
















































































































