ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
অস্ট্রেলিয়া

কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ হচ্ছে

প্রযুক্তি ডেস্ক
  • Update Time : ০৫:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ৩৪ Time View

সোশাল মিডিয়া ইলাস্ট্রেশন

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে তাদের ইনস্টাগ্রাম, ফেইসবুক ও থ্রেডস অ্যাকাউন্ট বন্ধের ঘোষণা এসেছে। এ তিন প্ল্যাটফর্মের মালিক মেটা জানিয়েছে, যেসব ব্যবহারকারীর বয়স ১৩ থেকে ১৫ বছর বলে মনে করা হচ্ছে, তাদের অ্যাকাউন্ট আগামী ৪ ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় করা শুরু হবে।

বিবিসি লিখেছে, টেক্সট, ইমেইল ও ইন-অ্যাপ মেসেজের মাধ্যমে কিশোর বয়সীদের এ বার্তা দেওয়া হচ্ছে।

অস্ট্রেলিয়ায় কিশোর বয়সীদের সোশাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হবে ১০ ডিসেম্বর থেকে। এই সিদ্ধান্ত টিকটক, ইউটিউব, এক্স, রেডিটসহ আরও কয়েকটি প্ল্যাটফর্মকে প্রভাবিত করবে।

প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, এই ‘বৈশ্বিক অগ্রণী’ নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল ‘শিশুদের শিশু থাকতে দেওয়া’। মেটাসহ অন্য কোম্পানিগুলো এ সিদ্ধান্তের বিরোধিতা করলেও বলছে, তারা আইন মেনে চলবে।

অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থার অনুমান অনুযায়ী, সে দেশে ১৩ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে দেড় লাখ কিশোর কিশোরী ফেইসবুকে এবং সাড়ে তিন লাখ ইনস্টাগ্রামে আছে। আগামী ৪ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীরা মেটার কোনো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না।

কোম্পানিটি জানিয়েছে, তারা অল্পবয়সী ব্যবহারকারীদের যোগাযোগের তথ্য হালনাগাদ করতে বলছে, যাতে ওই ব্যবহারকারীরা যোগ্য হওয়ার সময় তাদের সেই তথ্য জানানো যায়। অ্যাকাউন্ট বন্ধ হওয়ার আগে তারা তাদের পোস্ট, ভিডিও এবং মেসেজ ডাউনলোড ও সংরক্ষণ করতে পারবে।

মেটা জানিয়েছে, যারা ইনস্টাগ্রাম, ফেইসবুক বা থ্রেডস ব্যবহার করার বয়সী বলে দাবি করে, তারা বয়স যাচাইয়ের জন্য ‘ভিডিও সেলফি’ পাঠিয়ে আপত্তি জানাতে পারবে। তারা ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য সরকারি পরিচয়পত্রও দিতে পারবে।

অস্ট্রেলিয়া সরকারের নির্দেশনা অনুযায়ী এ বছরের শুরুতে যুক্তরাজ্যভিত্তিক এইজ চেক সার্টিফিকেশন স্কিমের (এসিসিএস) মাধ্যমে এই যাচাই পদ্ধতিগুলো পরীক্ষা করা হয়েছিল।

এসিসিএস বলেছে, যদিও প্রতিটি পদ্ধতির কিছু সুবিধা আছে, তবে “আমরা এমন কোনো একক পদ্ধতি পাইনি, যা সব ক্ষেত্রে কার্যকর হবে; কিংবা এমন কোনো সমাধান পাইনি যা সব পরিস্থিতিতে নির্ভুলভাবে কাজ করবে।”

১৬ বছরের কম বয়সীদের ব্লক করতে ‘যৌক্তিক পদক্ষেপ’ নিতে ব্যর্থ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মকে সর্বোচ্চ ৫ কোটি অস্ট্রেলিয়ান ডলার (২৫ মিলিয়ন পাউন্ড) পর্যন্ত জরিমানা করা হতে পারে।

মেটার ভাইস-প্রেসিডেন্ট এবং গ্লোবাল হেড অব সেফটি অ্যান্টিগোন ডেভিস রয়টার্স ফাইন্যান্সিয়ালকে বলেন, “আমরা ১০ ডিসেম্বরের মধ্যে ১৬ বছরের নিচে বলে মনে হওয়া সব ব্যবহারকারীকে সরানোর জন্য কঠোর পরিশ্রম করছি, তবে আইন মেনে চলা একটি চলমান এবং বহুস্তরীয় প্রক্রিয়া।”

মেটা চায় এমন আইন, যেখানে ১৬ বছরের কম বয়সিদের সোশাল মিডিয়া অ্যাপ ডাউনলোড করতে অভিভাবকের অনুমতি লাগবে।

এ কোম্পানি অস্ট্রেলিয়ার সেভেন নিউজকে বলেছে, “কিশোর বয়সীরা বুদ্ধিমান এবং তারা বয়স যাচাইয়ের বাধা এড়ানোর পথ খুঁজতে চেষ্টা চালাতে পারে।”

তবে তারা এও বলেছে, “আমরা আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।”

অস্ট্রেলিয়ার ই-সেইফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট বলেছেন, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল কিশোর বয়সীরা ‘সোশাল মিডিয়ায় লগ-ইন থাকা অবস্থায়’ যেসব চাপ ও ঝুঁকির মুখে পড়তে পারে, সেসব থেকে রক্ষা করা।

এ সপ্তাহে গেইমিং প্ল্যাটফর্ম রোবলক্স ঘোষণা করেছে, ১৬ বছরের নিচে শিশুদের আর প্রাপ্তবয়স্ক অপরিচিতদের সঙ্গে চ্যাট করতে দেওয়া হবে না। চ্যাট সুবিধা অ্যাকাউন্টগুলোর জন্য ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বাধ্যতামূলক বয়স যাচাই চালু করা হবে। তারপর নেদারল্যান্ডসে শুরু হবে, এরপর জানুয়ারি থেকে বাকি বিশ্বে এ নিয়ম কার্যকর হবে।

নিষেধাজ্ঞা কোন কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য?

ই-সেইফটি কমিশনার একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে উল্লেখ আছে কোন কোন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এ বয়স নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

• ফেইসবুক

• ইনস্টাগ্রাম

• কিক

• রেডিট
• স্ন্যাপচ্যাট

• থ্রেডস

• টিকটক

• এক্স (টুইটার)

• ইউটিউব

যেসব প্লাটফর্মকে অন্তর্ভুক্ত করা হয়নি, তার মধ্যে রয়েছে—

• ডিসকর্ড

• গিটহাব

• গুগল ক্লাসরুম

• লেগো প্লে

• মেসেঞ্জার

• রোবলক্স

• স্টিম ও স্টিম চ্যাট

• হোয়াটসঅ্যাপ

• ইউটিউব কিডস

Please Share This Post in Your Social Media

অস্ট্রেলিয়া

কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ হচ্ছে

প্রযুক্তি ডেস্ক
Update Time : ০৫:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে তাদের ইনস্টাগ্রাম, ফেইসবুক ও থ্রেডস অ্যাকাউন্ট বন্ধের ঘোষণা এসেছে। এ তিন প্ল্যাটফর্মের মালিক মেটা জানিয়েছে, যেসব ব্যবহারকারীর বয়স ১৩ থেকে ১৫ বছর বলে মনে করা হচ্ছে, তাদের অ্যাকাউন্ট আগামী ৪ ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় করা শুরু হবে।

বিবিসি লিখেছে, টেক্সট, ইমেইল ও ইন-অ্যাপ মেসেজের মাধ্যমে কিশোর বয়সীদের এ বার্তা দেওয়া হচ্ছে।

অস্ট্রেলিয়ায় কিশোর বয়সীদের সোশাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হবে ১০ ডিসেম্বর থেকে। এই সিদ্ধান্ত টিকটক, ইউটিউব, এক্স, রেডিটসহ আরও কয়েকটি প্ল্যাটফর্মকে প্রভাবিত করবে।

প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, এই ‘বৈশ্বিক অগ্রণী’ নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল ‘শিশুদের শিশু থাকতে দেওয়া’। মেটাসহ অন্য কোম্পানিগুলো এ সিদ্ধান্তের বিরোধিতা করলেও বলছে, তারা আইন মেনে চলবে।

অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থার অনুমান অনুযায়ী, সে দেশে ১৩ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে দেড় লাখ কিশোর কিশোরী ফেইসবুকে এবং সাড়ে তিন লাখ ইনস্টাগ্রামে আছে। আগামী ৪ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীরা মেটার কোনো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না।

কোম্পানিটি জানিয়েছে, তারা অল্পবয়সী ব্যবহারকারীদের যোগাযোগের তথ্য হালনাগাদ করতে বলছে, যাতে ওই ব্যবহারকারীরা যোগ্য হওয়ার সময় তাদের সেই তথ্য জানানো যায়। অ্যাকাউন্ট বন্ধ হওয়ার আগে তারা তাদের পোস্ট, ভিডিও এবং মেসেজ ডাউনলোড ও সংরক্ষণ করতে পারবে।

মেটা জানিয়েছে, যারা ইনস্টাগ্রাম, ফেইসবুক বা থ্রেডস ব্যবহার করার বয়সী বলে দাবি করে, তারা বয়স যাচাইয়ের জন্য ‘ভিডিও সেলফি’ পাঠিয়ে আপত্তি জানাতে পারবে। তারা ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য সরকারি পরিচয়পত্রও দিতে পারবে।

অস্ট্রেলিয়া সরকারের নির্দেশনা অনুযায়ী এ বছরের শুরুতে যুক্তরাজ্যভিত্তিক এইজ চেক সার্টিফিকেশন স্কিমের (এসিসিএস) মাধ্যমে এই যাচাই পদ্ধতিগুলো পরীক্ষা করা হয়েছিল।

এসিসিএস বলেছে, যদিও প্রতিটি পদ্ধতির কিছু সুবিধা আছে, তবে “আমরা এমন কোনো একক পদ্ধতি পাইনি, যা সব ক্ষেত্রে কার্যকর হবে; কিংবা এমন কোনো সমাধান পাইনি যা সব পরিস্থিতিতে নির্ভুলভাবে কাজ করবে।”

১৬ বছরের কম বয়সীদের ব্লক করতে ‘যৌক্তিক পদক্ষেপ’ নিতে ব্যর্থ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মকে সর্বোচ্চ ৫ কোটি অস্ট্রেলিয়ান ডলার (২৫ মিলিয়ন পাউন্ড) পর্যন্ত জরিমানা করা হতে পারে।

মেটার ভাইস-প্রেসিডেন্ট এবং গ্লোবাল হেড অব সেফটি অ্যান্টিগোন ডেভিস রয়টার্স ফাইন্যান্সিয়ালকে বলেন, “আমরা ১০ ডিসেম্বরের মধ্যে ১৬ বছরের নিচে বলে মনে হওয়া সব ব্যবহারকারীকে সরানোর জন্য কঠোর পরিশ্রম করছি, তবে আইন মেনে চলা একটি চলমান এবং বহুস্তরীয় প্রক্রিয়া।”

মেটা চায় এমন আইন, যেখানে ১৬ বছরের কম বয়সিদের সোশাল মিডিয়া অ্যাপ ডাউনলোড করতে অভিভাবকের অনুমতি লাগবে।

এ কোম্পানি অস্ট্রেলিয়ার সেভেন নিউজকে বলেছে, “কিশোর বয়সীরা বুদ্ধিমান এবং তারা বয়স যাচাইয়ের বাধা এড়ানোর পথ খুঁজতে চেষ্টা চালাতে পারে।”

তবে তারা এও বলেছে, “আমরা আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।”

অস্ট্রেলিয়ার ই-সেইফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট বলেছেন, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল কিশোর বয়সীরা ‘সোশাল মিডিয়ায় লগ-ইন থাকা অবস্থায়’ যেসব চাপ ও ঝুঁকির মুখে পড়তে পারে, সেসব থেকে রক্ষা করা।

এ সপ্তাহে গেইমিং প্ল্যাটফর্ম রোবলক্স ঘোষণা করেছে, ১৬ বছরের নিচে শিশুদের আর প্রাপ্তবয়স্ক অপরিচিতদের সঙ্গে চ্যাট করতে দেওয়া হবে না। চ্যাট সুবিধা অ্যাকাউন্টগুলোর জন্য ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বাধ্যতামূলক বয়স যাচাই চালু করা হবে। তারপর নেদারল্যান্ডসে শুরু হবে, এরপর জানুয়ারি থেকে বাকি বিশ্বে এ নিয়ম কার্যকর হবে।

নিষেধাজ্ঞা কোন কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য?

ই-সেইফটি কমিশনার একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে উল্লেখ আছে কোন কোন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এ বয়স নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

• ফেইসবুক

• ইনস্টাগ্রাম

• কিক

• রেডিট
• স্ন্যাপচ্যাট

• থ্রেডস

• টিকটক

• এক্স (টুইটার)

• ইউটিউব

যেসব প্লাটফর্মকে অন্তর্ভুক্ত করা হয়নি, তার মধ্যে রয়েছে—

• ডিসকর্ড

• গিটহাব

• গুগল ক্লাসরুম

• লেগো প্লে

• মেসেঞ্জার

• রোবলক্স

• স্টিম ও স্টিম চ্যাট

• হোয়াটসঅ্যাপ

• ইউটিউব কিডস