ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম কিশোরীকে ৭দিন আটকে রেখে ধর্ষণ, ২ দিনের রিমান্ডে জয় কুড়ি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • Update Time : ০৭:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৪৩ Time View

লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের কিশোরীকে বাসায় ৭ দিন আটকে রেখে ধর্ষণের মামলায় কারাবন্দি জয় কুড়িকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুরের আমলী আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ দুপুর সাড়ে ৩টায় লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী (এপিপি) আবদুল আহাদ শাকিল বলেন, জয় কুড়ি (২৫) এক তরুণীকে আটক রেখে ধর্ষণ করে অপরাধ করেছেন। এ ঘটনায় তার সঙ্গে কে কে জড়িত ছিল- সে বিষয়ে জানতে পুলিশের আবেদনে বিচারক দুই দিনের রিমান্ড দিয়েছেন।

আটক জয় কুড়ি রায়পুর শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভূঁইয়া সড়কের হনার বাড়ীর স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুড়ির ছেলে।

গত ১৫ আগষ্ট রাতে জয় কুড়িসহ তিনজনকে আসামি করে নির্যাতিত ওই তরুনীর বাবা বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিল জয়কুড়ি।

ঘটনার ২০ দিন পর কিশোরীকে (১৪) ধর্ষণে পিতার দায়ের করা মামলায় জয় কুড়িকে (২৫) ৩ সেপ্টেম্বর সকাল ৭টায় সদর উপজেলা শহরের জুমুর সিনেমা হলের সামনে থেকে গ্রেফতার করা হয়।

তবে অভিযুক্ত জয় কুড়ি বলেন, মেয়েটির বাবা মাদক ব্যবসায়ী। আমি তাদের বাসায় মাদক সেবন করতে গিয়ে পরিচয়। তার সম্মতিতেই লক্ষ্মীপুর শহরের একটি বাসায় দুজন ছিলাম। একবার আমাদের দৈহিক মেলামেশা হয়েছে।

এর আগে রায়পুর বাজারে জয়কুড়িসহ অন্যদের গ্রেফতারের দাবীতে আন্দোলনে নামে নারী-পুরুষসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, জয় কুড়ি মা-বাবার অবাধ্য হয়ে স্বর্ণ ব্যবসার আড়ালে বন্ধুদের নিয়ে মাদক (ইয়াবা) সেবনে মেতে থাকতো । অপরদিকে-স্বর্ণ সুন্দরী তরুনীদের প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করতো। গত তিন মাস আগে রাতে ইয়াবা ক্রয়ের জন্য ফোন করে লক্ষ্মীপুরের রায়পুরে মৎস প্রজনন ও প্রশিক্ষন কেন্দ্রের পাশে ভাড়াটিয়া মনির হোসেনকে (৫০)। কিন্তু ওই ফোন রিসিভ করে তরুনী মেয়ে (১৪)।

সেই সুত্র ধরেই জয় কুড়ি ওই তরুনীর সাথে প্রেমের সম্পর্ক এবং দৈহিক মেলামেশা জড়িয়ে পড়ে। এই সূত্র ধরে ১৪ আগষ্ট সন্ধায় জয় কুড়ি তরুনীকে তাদের বাসার সামনে থেকে গাড়িতে তুলে নিয়ে যায় কক্সবাজার। সেখানে তরুনীকে ৩দিন রাখার পর লক্ষ্মীপুর শহরে একটি বাসায় ৪দিন রেখে তরুনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কপালে জয়কুড়ি সিঁদুর পড়াতে গেলে তখনই বিপত্তি ঘটে। এসময় তরুনী বুঝতে পারেন জয় কুড়ি হিন্দু। এসময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে যাওয়ার আগেই তাকে তুলে আবার রায়পুর শহরের মৎস প্রজনন ও প্রশিক্ষন কেন্দ্রের সামনে ফেলে যায় বলে অভিযোগ করেছেন তরুণী। জয়কুড়ি হিন্দু সম্প্রদায়ের হলেও মুসলিম তরুনী সেটা জানতো না। জয়কুড়ি তরুনীকে মুসলিম হিসেবে পরিচয় দিত বলেও জানান তিনি।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন, ধর্ষণের ঘটনায় জয়কুড়িসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন তরুনীর বাবা। তবে মামলায় তরুনীকে ৭দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত জয়কুড়ি। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমাহল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত জয়কুড়ি ধর্ষনের বিষয়টি স্বীকার করছে।

ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ১৪ বছরের তরুণীকে ৭ দিন আটক রেখে ধর্ষণের মামলায় অভিযুক্ত জয় কুড়ি লক্ষ্মীপুর কারাগারে রয়েছেন। তার রিমান্ডের বিষয়ে আদালতের কোনো আদেশ এখনো পাইনি। আদেশ পেলে জিজ্ঞাসাবাদ করা হবে।

Please Share This Post in Your Social Media

মুসলিম কিশোরীকে ৭দিন আটকে রেখে ধর্ষণ, ২ দিনের রিমান্ডে জয় কুড়ি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
Update Time : ০৭:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের কিশোরীকে বাসায় ৭ দিন আটকে রেখে ধর্ষণের মামলায় কারাবন্দি জয় কুড়িকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুরের আমলী আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ দুপুর সাড়ে ৩টায় লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী (এপিপি) আবদুল আহাদ শাকিল বলেন, জয় কুড়ি (২৫) এক তরুণীকে আটক রেখে ধর্ষণ করে অপরাধ করেছেন। এ ঘটনায় তার সঙ্গে কে কে জড়িত ছিল- সে বিষয়ে জানতে পুলিশের আবেদনে বিচারক দুই দিনের রিমান্ড দিয়েছেন।

আটক জয় কুড়ি রায়পুর শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভূঁইয়া সড়কের হনার বাড়ীর স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুড়ির ছেলে।

গত ১৫ আগষ্ট রাতে জয় কুড়িসহ তিনজনকে আসামি করে নির্যাতিত ওই তরুনীর বাবা বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিল জয়কুড়ি।

ঘটনার ২০ দিন পর কিশোরীকে (১৪) ধর্ষণে পিতার দায়ের করা মামলায় জয় কুড়িকে (২৫) ৩ সেপ্টেম্বর সকাল ৭টায় সদর উপজেলা শহরের জুমুর সিনেমা হলের সামনে থেকে গ্রেফতার করা হয়।

তবে অভিযুক্ত জয় কুড়ি বলেন, মেয়েটির বাবা মাদক ব্যবসায়ী। আমি তাদের বাসায় মাদক সেবন করতে গিয়ে পরিচয়। তার সম্মতিতেই লক্ষ্মীপুর শহরের একটি বাসায় দুজন ছিলাম। একবার আমাদের দৈহিক মেলামেশা হয়েছে।

এর আগে রায়পুর বাজারে জয়কুড়িসহ অন্যদের গ্রেফতারের দাবীতে আন্দোলনে নামে নারী-পুরুষসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, জয় কুড়ি মা-বাবার অবাধ্য হয়ে স্বর্ণ ব্যবসার আড়ালে বন্ধুদের নিয়ে মাদক (ইয়াবা) সেবনে মেতে থাকতো । অপরদিকে-স্বর্ণ সুন্দরী তরুনীদের প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করতো। গত তিন মাস আগে রাতে ইয়াবা ক্রয়ের জন্য ফোন করে লক্ষ্মীপুরের রায়পুরে মৎস প্রজনন ও প্রশিক্ষন কেন্দ্রের পাশে ভাড়াটিয়া মনির হোসেনকে (৫০)। কিন্তু ওই ফোন রিসিভ করে তরুনী মেয়ে (১৪)।

সেই সুত্র ধরেই জয় কুড়ি ওই তরুনীর সাথে প্রেমের সম্পর্ক এবং দৈহিক মেলামেশা জড়িয়ে পড়ে। এই সূত্র ধরে ১৪ আগষ্ট সন্ধায় জয় কুড়ি তরুনীকে তাদের বাসার সামনে থেকে গাড়িতে তুলে নিয়ে যায় কক্সবাজার। সেখানে তরুনীকে ৩দিন রাখার পর লক্ষ্মীপুর শহরে একটি বাসায় ৪দিন রেখে তরুনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কপালে জয়কুড়ি সিঁদুর পড়াতে গেলে তখনই বিপত্তি ঘটে। এসময় তরুনী বুঝতে পারেন জয় কুড়ি হিন্দু। এসময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে যাওয়ার আগেই তাকে তুলে আবার রায়পুর শহরের মৎস প্রজনন ও প্রশিক্ষন কেন্দ্রের সামনে ফেলে যায় বলে অভিযোগ করেছেন তরুণী। জয়কুড়ি হিন্দু সম্প্রদায়ের হলেও মুসলিম তরুনী সেটা জানতো না। জয়কুড়ি তরুনীকে মুসলিম হিসেবে পরিচয় দিত বলেও জানান তিনি।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন, ধর্ষণের ঘটনায় জয়কুড়িসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন তরুনীর বাবা। তবে মামলায় তরুনীকে ৭দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত জয়কুড়ি। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমাহল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত জয়কুড়ি ধর্ষনের বিষয়টি স্বীকার করছে।

ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ১৪ বছরের তরুণীকে ৭ দিন আটক রেখে ধর্ষণের মামলায় অভিযুক্ত জয় কুড়ি লক্ষ্মীপুর কারাগারে রয়েছেন। তার রিমান্ডের বিষয়ে আদালতের কোনো আদেশ এখনো পাইনি। আদেশ পেলে জিজ্ঞাসাবাদ করা হবে।