কিশোরগঞ্জে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

- Update Time : ১০:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- / ১৬৯ Time View
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ শুরু হয়েছে মনোনয়ন পত্র দাখিলের মাধ্যমে।
রবিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে ৩ পদের বিপরীতে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তবে প্রতিবারের ন্যায় এ নির্বাচনে অনলাইনের মাধ্যমে মনোনয়ন পত্র জমাদানের কারণে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থী ও প্রার্থীদের কর্মী তেমন উপস্থিতি চোঁখে পড়ার মতো ছিল না। তবে প্রার্থীদের সমর্থক উপজেলা শহরে মোটর সাইকেল নিয়ে শো ডাউন করেছে প্রার্থীদের নিয়ে। উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চায়ের দোকানগুলো জমে উঠেছে। চায়ের চুমুকেই পছন্দের প্রার্থীদের নিয়ে তুমুল আলোচনা চলছে হাট বাজার ও বিভিন্ন দোকান পাটে। প্রার্থীরাও দিনের বেলা গ্রামের ভোটারদের সাথে সাক্ষাত করে সন্ধ্যায় বাজারগুলোতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ৮,ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র অনলাইনের মাধ্যমে দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে উপজেলা যুবলীগের আহবায়ক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট,বিশিষ্ট ঠিকাদার ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রশিদুল ইসলাম,নবীন প্রার্থী তাহসান,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেকলীগের সাবেক আহবায়ক আমিরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পতিরাম চন্দ্র রায়,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রশিদুল ইসলামের ছেলে রাশেদুজ্জামান ও গাড়াগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বিপ্লব কুমার সরকার। ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মধ্যে শ্রী ভূবন চন্দ্র মহন্ত, মোঃ যাদু মিয়া,মোজাহার হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা ও ঠিকাদার মোজাহিদ ইসলাম সুরুজ,সিদ্দিকুর রহমান,পুটিমারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাহুবুবর রহমান ও বরকত-ই-খুদা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মধ্যে চাঁদখানা ইউপি’র সাবেক সংরক্ষিত মহিলা সদস্য রোকসানা পারভীন,বীনা রানী,স্বপ্না খাতুন,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শিল্পী রানী ও পল্লবী রানী।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, বলেন,বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র ৩ পদের বিপরীতে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উল্লেখ্য যে,আগামী ২৩ এপ্রিল মনোনয়ন পত্র বাছাই,আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল,আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহার ৩০ এপ্রিল,প্রতীক বরাদ্দ ২ মে ও ভোট গ্রহন ২১ মে অনুষ্ঠিত হবে।