চক্ষু ও রক্ত পরীক্ষা
কিশোরগঞ্জে ১৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল রক্তবন্ধু কল্যাণ সংস্থা
- Update Time : ০৬:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৮৩ Time View
কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের ভাস্করখীলা মিসবাহুল উলুম মাদ্রাসায় প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে রক্তবন্ধু কল্যাণ সংস্থা।
শনিবার সকাল থেকে দিনব্যাপী এ কার্যক্রমে রোগীদের রক্তের গ্রুপও পরীক্ষা করা হয়।
রক্তবন্ধু কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শরিফুল আলম আরেফিন জানান, মূলত চোখের ছানি অপারেশনে রোগী বাছাইয়ে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। সেই সাথে রক্তদানে উদ্বুদ্ধ করতে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৩ হাজার ৫ শত ব্যক্তির রক্তের ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া প্রায় ৯০০ মৃত ব্যক্তির দাফন কাফনেও সহায়তা করে।
চিকিৎসা সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্থাটির সভাপতি মো. শফিকুল আলম আরেফিন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম আকাশ, সদস্য এইচ এফ রবিন, মোশাররফ হোসেন প্রমুখ।
রক্তবন্ধু কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল আলম আরেফিন বলেন, আমাদের এ কার্যক্রম প্রতিবছরই চলবে। সরকারের সহযোগিতা পেলে আরও বড় পরিসরে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা ও সামাজিক কার্যক্রমে নিম্ন আয়ের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন তারা।
এলাকাবাসীসহ চিকিৎসা সেবা নিতে আসা মানুষ সংস্থাটির এ কার্যক্রমে প্রশংসা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































