কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
- Update Time : ১২:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১৩ Time View
কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম।
আজ মঙ্গলবার কিশোরগঞ্জ সেনাক্যাম্পে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে সকাল থেকে দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
সকালে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন,১৯ পদাতিক ডিভিশনের ২৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেঃ কর্নেল শাফাত আহমেদ।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সিএমএইচ ও কিশোরগঞ্জের মেডিসিন, গাইনী ও চর্মরোগের বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা ছাড়াও রোগীদের বিনামূল্যে ঔষধ দেয়া হয়।
বাড়ির কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি সাধারণ মানুষ।
আয়োজকরা জানান, মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়।
এমন আয়োজনে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে উপকৃত হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
















































































































































































