কিশোরগঞ্জে সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলামের আয়োজনে ইফতার মাহফিল

- Update Time : ১১:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ৮ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেল বাদশা টাউন কমপ্লেক্সে নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য,জাতীয় নিবার্হী কমিটির অন্যতম সদস্য ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম,বিশেষ অতিথি হিসাবে ছিলেন, কিশোরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আজম, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, কিশোরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হক টিপু,যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান,সদর বিএনপির সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা বেগম, সাধারণ সম্পাদক রোকসানা হকসহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন,বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মীদের দুর্দিনে নানাভাবে সহযোগিতা করেছি। স্থানীয় মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। সবসময় দলমত নির্বিশেষে এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। দল থেকে সমর্থন দিলে এবং সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে শেষ বয়সেও মানুষের সেবা করে যেতে চাই।
এসময় ইফতারের আগ মুহূর্তে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।