কিশোরগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবীদের মিলন মেলা

- Update Time : ০৮:১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ১৯০ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে বিভিন্ন এলাকার ৫৫ টি সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলায় উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আহসান আদেলুর রহমান এমপি।
শনিবার সকালে কিশোরীগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ চত্বরে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর সভাপতিত্বে এ সময় বরেণ্য অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল মোমিন।
বক্তারা এ সময় বলেন স্বেচ্ছাসেবক সমাজের অসহায় দরিদ্রদের নিয়ে কাজ করেন।
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান বলেন, আমার নিজেরও অসহায় দূস্থ্যদের নিয়ে একটি সংগঠন আছে। নারী ও যুবকদের নিয়ে এ সংগঠন কাজ করছে দীর্ঘদিন ধরে। দেশে ফ্রিল্যান্সিং কাজের জন্য শিক্ষিত মানুষ দরকার। এজন্য শিক্ষিত যুবক ও যুবতীদেরকে কাজ করতে হবে।