কিশোরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

- Update Time : ০২:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬২ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা,শ্রদ্ধাঞ্জলি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম আশিক রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, কৃষি অফিসার লোকমান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ,থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ওসি) পলাশ চন্দ্র মন্ডল ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি প্রমূখ।
আলোচনা সভা শেষে সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে গত ২০ ফেব্রুয়ারী দিবাগত রাতে ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।