কিশোরগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি “জন্মাষ্টমী” পালিত

- Update Time : ০৭:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৩১৮ Time View
নীলফামারী কিশোরগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কামারপাড়া কেন্দ্রীয় সার্বজনীন সনাতন ধর্মীয় হরি মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে সভাস্থলে এসে শেষ হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি পতিরাম চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিথুন কুমার রায়ের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন, বরেন্য অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুল মোমিন, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য আমেনা কোহিনূর আলম প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে মঙ্গলদীপ প্রজ্জ্বলন করেন অফিসার্স ইনচার্জ রাজীব কুমার রায়।
উক্ত আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি পতিরাম চন্দ্র রায় জন্মাষ্টমী উপলক্ষে উপস্থিত সকল সুধীবৃন্দ,প্রশাসন ও ভক্তবৃন্দদেরকে শুভেচ্ছা প্রকাশ করেন এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনায় শ্রী শ্রী ভগবান শ্রী কৃষ্ণের দুষ্টের দমন সৃষ্টির পালন ও মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও পরিবারের শান্তি প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি আহ্বান জানান।