কিশোরগঞ্জে ব্রাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সভা

- Update Time : ০৩:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ১৭১ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে ব্রাক সামাজিক ক্ষমতায়ন আইনি সুরক্ষা কর্মসূচির (সেলফ) আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় ৬ নং কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর সভাপতিত্বে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি(সেলফ)’র কিশোরগঞ্জ শাখার অফিসার মোখলেছুর রহমান,ইউনিয়ন পরিষদ সচিব দেলোয়ার হোসেন, কাজী রায়হানুল ইসলাম, ইমাম,ইউপি সদস্য ও নারী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সেলফ এর আয়োজনে উপজেলার বাল্যবিয়ে প্রতিরোধের উপর বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তারা ব্রাকের বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক পরিকল্পনা কে ধন্যবাদ জানান এবং উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ ও গ্রামে গ্রামে উঠান বৈঠক করার পরামর্শ ও পরিকল্পনা গ্রহণ করা হয়।