কিশোরগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

- Update Time : ০৪:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৩ Time View
নীলফামারীতে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।এতে প্রায় কয়েকশত শিক্ষক অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এসময়ে শিক্ষকেরা বলেন, আমরা বেতন বৈষম্যের কারনে মানবেতর জীবনযাপন করছি।একজন বেসরকারি মাধ্যমিক শিক্ষকের বেতন কাঠামো খুব কম। আমরা শিক্ষকরা জাতি গঠনে সহায়তা করি কিন্তু আমরাই আজ অবহেলিত। স্বাধীন রাষ্ট্রে শিক্ষকরা এখনো বৈষম্যের মধ্যে আছে।আমাদের প্রাণের দাবি আমরা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণ চাই।
তারা আরও বলেন, পতিত ফ্যাসিষ্ট সরকার পরিকল্পিতভাবে মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছেন। বৈষম্য দূরীকরণের মাধ্যমে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের পূর্ব পর্যন্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে হবে। পরে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানায়।
এতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজমের সভাপতিত্বে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম,উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি ও রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক সুপার মাওলানা আব্দুর জলিল,শিশুনিকেতন স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক বুলবুল আহমেদসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নওরোজ/এসএইচ