কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

- Update Time : ০৯:৫৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ২৩৪ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ ইউনিয়ন পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
বুধবার দিনব্যাপী উপজেলার বাহাগিলী ইউনিয়নের প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই গোল্ডকাপ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহতাবুর রহমান বুলেটের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা, উত্তর দুড়াকুটি ময়দান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম প্রমূখ।
সমাপনী খেলায় বালক বিভাগে উত্তর দুড়াকুটি ময়দান পাড়াকে হারিয়ে দক্ষিণ দুড়াকুটি ঘোপা পাড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকা বিভাগে নয়ানখাল শাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।