ব্রেকিং নিউজঃ
কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিনে যুবলীগের শ্রদ্ধাঞ্জলি

লাতিফুল আজম, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
- Update Time : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ৩৪২ Time View
ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা।
রবিবার(১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন যুবলীগের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান জানাতে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট ও উপজেলা যুবলীগের সদস্য সচিব মিনহাজুল আবেদীনের নেতৃত্বে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন দলীয় নেতাকর্মীরা।