কিশোরগঞ্জে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে স্বতন্ত্র এমপি প্রার্থী হীরার মতবিনিময়
- Update Time : ০৯:৫১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ১২ Time View
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে মরহুম আলহাজ্ব এ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে নীলফামারী-০৪ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী জুবায়দুর রহমান হীরা মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে নিতাই সিদ্দিক স্পোর্টিং ক্লাবের আয়োজনে নিতাই মসজিদ পাড়া(আলেফের মোড়) এ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে মতবিনিময় করেন।
মতবিনিময়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী জোবায়দুর রহমান হীরা বলেন, তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। এই মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই। আপনাদের বিশ্বাস, আস্থা ও অকুণ্ঠ সমর্থনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আর আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের সাথে থাকতে ও কাজ করতে চাই কারণ নীলফামারী-০৪ আসনের যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। তাই আমি সৈয়দপুর কিশোরগঞ্জে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাট সহ সার্বিক বিষয়ে উন্নয়ন করব ইনশাল্লাহ।




















































































































































































