কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

- Update Time : ১২:৫৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ৩৮৩ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি-জামাত জোট কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারি পাইলট, ভাইস চেয়ারম্যান রশিদুল ইসলাম বাবু,উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সহ-সভাপতি সাইয়েদ হোসেন সাবুল, ফজলার রহমান,সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, কোষাধক্ষ্য রাশেদুর রহমান রাশেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাউসুল আজম, কিশোরগঞ্জ উপজেলা শাখার মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী রানী রায়,স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রশিদুল ইসলাম বাবু,সদস্য সচিব আসাদুজ্জামান চিলু, কিশোরগঞ্জ উপজেলা শাখার ছাত্রলীগের সভাপতি মাইনুল আরফিন সপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল বলেন, আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যখন উন্নয়নের ধারা অব্যাহত করছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে। তখন একটি কুচক্রী মহল দেশ দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশের মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনতা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, তাদের শরীরে এক ফোটা রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।