কিশোরগঞ্জে ‘প্রদীপ শিখা যুব ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী বিতরণ

- Update Time : ১১:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ৪৮৩ Time View
নীলফামারী কিশোরগঞ্জে প্রদীপ শিখা যুব ফাউন্ডেশন’র এর আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের রোজাদার ব্যক্তিদের মাঝে ৫ টাকার বিনিময়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে,ছোলা, বুন্দিয়া,চিড়া,মুডি, পিয়াজি,আলু ও বেগুনের চপ,খেজুর,জিলাপি।
ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, প্রদীপ শিখা যুব ফাউন্ডেশন এর উপদেষ্টা রেজাউল করিম(রেজা), সভাপতি মনোরঞ্জন দেবনাথ, সিনিয়র সহ-সভাপতি মোজাহিদ ইসলাম(সুরুজ), সাধারণ সম্পাদক রোকনুজ্জামান(লিখন), সাংগঠনিক সম্পাদক রিয়ানুর রহমান (রিয়ান), কোষাধক্ষ্য মুশফিকুর ইসলাম(বাবু), দপ্তর সম্পাদক রাসেল ইসলাম, উপজেলার নিতাই ইউনিয়নের নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাশেদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোরসালিন ইসলাম প্রমুখ।
মোজাহিদ ইসলাম সুরুজ বলেন, রমজান একটি পবিত্র মাস। ধর্মে কর্মে,দানে বছরের অন্য মাসের তুলনায় রমজান মাস আলাদা। রোজাদারদের ইফতার করানো সওয়াবের কাজ। এসব বিষয় নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরো রমজান মাস উপজেলার বিভিন্ন বাজারে উন্মুক্তভাবে প্রদীপ শিখা যুব ফাউন্ডেশন এর আয়োজনে ‘মানবতার ইফতার ঘর’ আয়োজন করেছি।
আয়োজকরা জানান,বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে আমরা সমাজে এ ধরনের মানুষের জন্য একটু সহায়তা দিচ্ছি। পুরো রমজান মাস জুড়ে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।