কিশোরগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা

- Update Time : ০২:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ১০৪ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার(১৫ মার্চ) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে পাট চাষের গুরুত্ব, পাটের বর্তমান অবস্থা ও সম্ভাবনা,পাট কর্তন, পাট পচন এবং উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ৭৫ জন পাট চাষী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সচিবালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সওস) ফাতেমা তুজ জোহরা উপমা।
আরো উপস্থিত ছিলেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. এস এম আবু বক্কর সাইফুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান,উপজেলা পাট কর্মকর্তা শফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ইয়াকুব আলী, উপজেলা পাট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাইয়্যেদুজ্জামান।