কিশোরগঞ্জে নিতাই ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

- Update Time : ০৯:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ১০ Time View
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিতাই ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০মার্চ) বিকেলে উপজেলার নিতাই ইউনিয়নের তেঁতুল তলা বাজারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নিতাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন দদুলের সঞ্চালনায়, সাবেক সংসদ সদস্য,জাতীয় নিবার্হী কমিটির অন্যতম সদস্য ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিলকিসসৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আকতার , সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কার্জন,সহ-সভাপতি এস এম ওবায়দুর রহমান,কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালামসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুল গফুর সরকার বলেন, পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলে শুধু নেতার কর্মীদের নিয়ে নয়, দেশের সর্বস্তরের জনগণকে অন্তর্ভুক্ত করতে হবে। জনগণই আমাদের শক্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদের সব সময় জনগণের পাশে থাকতে হবে।
তিনি আরো বলেন, স্বাধীনতা সংগ্রাম ছাত্র-জনতার বিপ্লবের জয় ঐতিহ্য, তা ধ্বংস করতে চেয়েছিল ফ্যসিস্ট সরকার। তাই আমাদের নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়