ব্রেকিং নিউজঃ
কিশোরগঞ্জে নারীদের ধর্ষণ নিপীড়ন ও সহিংসতার প্রতিবাদে কলেজ ছাত্রদের মানববন্ধন

লাতিফুল আজম, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
- Update Time : ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ১১ Time View
দেশব্যাপী চলমান নারীদের ধর্ষণ, নিপীড়ন, অনলাইনে হেনস্থা, সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে কিশোরীগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১০ই মার্চ)দুপুরে কিশোরীগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের সামনে কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে কিশোরীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান রোকন,সাধারণ সম্পাদক রাধ ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,সিনিয়র সহ-সভাপতি সাগর ও কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুবেল,সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা,নিপীড়ন, ধর্ষণ,অনলাইনে হেনস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।