ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে দোকান মালিকদের কমপ্লিট শাটডাউন

মেহবুব মনি, কিশোরগঞ্জ
  • Update Time : ০৬:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৭৯ Time View

রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে চলছে অনর্দিষ্টকালের এ শাটডাউন কর্মসূচি। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেয়া হয়।

জানা গেছে, শনিবার রাতে একটি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে শহরের রথখোলা এলাকায় অবস্থিত পাল ফেব্রিক্স এর মালিক শুভ্র কর ও তার কর্মচারী আউয়াল মিয়াকে মারধর করে ফুটপাতের কয়েকজন হকার। এ ঘটনার প্রতিবাদে রাতেই রাস্তায় নামে ব্যবসায়ীরা।

ব্যবসায়ীর ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও অবৈধ ফুটেপাতের ব্যবসা উচ্ছেদের দাবিতে রোববার সকাল থেকে আবারও রাস্তায় নামে ব্যবসায়ীরা। শহরের গৌরাঙ্গবাজার, তেরিপট্টি, পুরান থানা, রথখোলা ও বড়বাজারের ব্যবসায়ীরা সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করে। তারা গৌরাঙ্গবাজার, তেরিপট্টি ও কাচারী এলাকায় রাস্তায় অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করে।

পরে তারা শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে। শত শত ব্যবসায়ী এতে অংশ নেন। অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতারসহ অবৈধ ফুটপাত দখল মুক্ত করতে তারা প্রশাসনের কাছে দাবী জানান।

ব্যবসায়ীরা জানান, তাদের দোকানের সামনে রাস্তায় চৌকি ফেলে শত শত হকার ব্যবসা করছে। প্রশাসন ও রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা অবৈধ ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এতে শহরে তীব্র যানজট দেখা দিয়েছে। বাড়ছে চুরি-ছিনতাই।

অবৈধ ফুটপাত উচ্ছেদের দাবিতে দুপুরে ব্যবসায়ীরা মিছিলসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। এ সময় কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান খান মনির, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, বড় বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ঈশাখা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী নেতারা জানান, হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও ফুটপাত উচ্ছেদ না করার আগ পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে।

কিশোরগঞ্জ শহরে প্রায় ৫০০০ হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অপরদিকে সড়কের দুই পাশে ফুটপাত দখল করে ব্যবসা করছে প্রায় পাঁচশত হকার।

Please Share This Post in Your Social Media

কিশোরগঞ্জে দোকান মালিকদের কমপ্লিট শাটডাউন

মেহবুব মনি, কিশোরগঞ্জ
Update Time : ০৬:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে চলছে অনর্দিষ্টকালের এ শাটডাউন কর্মসূচি। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেয়া হয়।

জানা গেছে, শনিবার রাতে একটি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে শহরের রথখোলা এলাকায় অবস্থিত পাল ফেব্রিক্স এর মালিক শুভ্র কর ও তার কর্মচারী আউয়াল মিয়াকে মারধর করে ফুটপাতের কয়েকজন হকার। এ ঘটনার প্রতিবাদে রাতেই রাস্তায় নামে ব্যবসায়ীরা।

ব্যবসায়ীর ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও অবৈধ ফুটেপাতের ব্যবসা উচ্ছেদের দাবিতে রোববার সকাল থেকে আবারও রাস্তায় নামে ব্যবসায়ীরা। শহরের গৌরাঙ্গবাজার, তেরিপট্টি, পুরান থানা, রথখোলা ও বড়বাজারের ব্যবসায়ীরা সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করে। তারা গৌরাঙ্গবাজার, তেরিপট্টি ও কাচারী এলাকায় রাস্তায় অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করে।

পরে তারা শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে। শত শত ব্যবসায়ী এতে অংশ নেন। অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতারসহ অবৈধ ফুটপাত দখল মুক্ত করতে তারা প্রশাসনের কাছে দাবী জানান।

ব্যবসায়ীরা জানান, তাদের দোকানের সামনে রাস্তায় চৌকি ফেলে শত শত হকার ব্যবসা করছে। প্রশাসন ও রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা অবৈধ ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এতে শহরে তীব্র যানজট দেখা দিয়েছে। বাড়ছে চুরি-ছিনতাই।

অবৈধ ফুটপাত উচ্ছেদের দাবিতে দুপুরে ব্যবসায়ীরা মিছিলসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। এ সময় কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান খান মনির, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, বড় বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ঈশাখা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী নেতারা জানান, হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও ফুটপাত উচ্ছেদ না করার আগ পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে।

কিশোরগঞ্জ শহরে প্রায় ৫০০০ হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অপরদিকে সড়কের দুই পাশে ফুটপাত দখল করে ব্যবসা করছে প্রায় পাঁচশত হকার।