কিশোরগঞ্জে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি আদেল

- Update Time : ০৭:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ২৪৪ Time View
নীলফামারী কিশোরগঞ্জের দুস্থ ও অসহায় ৩৯ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন করেন আহসান আদেলুর রহমান আদেল এমপি।
বুধবার দুপুরে পৃথক পৃথক ভাবে দুই জায়গায় সেলাই মেশিন বিতরণ ও মসজিদ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
উপজেলা প্রকৌশলী অধিদপ্তর দপ্তর সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের দুস্থ ও অসহায় ৩৯ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী,উপজেলা প্রকৌশলী অফিসার মাহমুদুল হাসান ,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নিয়ামুল ইসলাম,সংসদ সদস্যের বিশেষ সহকারী রায়হানুল আহসান রমি, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু প্রমুখ।
পরে নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর পূর্ব পাড়া জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।