কিশোরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন

- Update Time : ০৮:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৬৪ Time View
নীলফামারীর কিশোরগঞ্জ থানা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়- থানা মোড়ে পান খেয়ে রিয়াজ উদ্দিন বাইসাইকেলে করে রাজিবের দিকে যাওয়ার সময় পাশ দিয়ে একটি ট্রাক যাচ্ছিল। এসময় রিয়াজ উদ্দিন বাইসাইকেল থেকে পড়ে গেলে ট্রাকটি তার ডান পায়ের উপরে চাকা তুলে দিলে তার ডান পা বিচ্ছিন্ন হয়।
ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছে।
পা বিচ্ছিন্ন হওয়া ব্যক্তির নাম রিয়াজ উদ্দিন। সে পুটিমারী ইউপির দক্ষিণ ভেড়ভেড়ী গ্রামের জছের উদ্দিনের পুত্র।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ব্যাপক রক্তপাত ও পা বিচ্ছিন্ন হওয়ায় আমরা তাৎক্ষনিক তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠিয়েছি।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানায়- ট্রাকের চাকায় এক ব্যক্তির পা প্রায় বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক রয়েছে।