কিশোরগঞ্জে জেল হত্যা দিবস পালিত

- Update Time : ০১:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ২২৩ Time View
শ্রদ্ধার্ঘ ও পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার(৩ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, নিরবতা পালন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সহ-সভাপতি সাইয়েদ হোসেন সাবুল,সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রশিদুল ইসলাম বাবু, সদস্য সচিব আসাদুজ্জামান চিলু, কৃষক লীগের সভাপতি মিথুন রায়, সাধারণ সম্পাদক শাকিল হোসেন, ছাত্রলীগের সভাপতি মাঈনুল আরেফিন সপুসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতারা।
উল্লেখ্য,৩ নভেম্বর বাঙালি জাতির জীবনে ১৫ আগস্টের পর আর একটি কলঙ্কময় দিন।১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বর্বচিতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কিছুদিন পরেই বাংলাদেশকে নেতৃত্বশুন্য ও মেধাশুন্য করতে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার রাজনৈতিক সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এএইচএম কামরুজ্জামান, এবং ক্যাপ্টেন মনসুর আলীকে গুলি করে এবং বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে।