কিশোরগঞ্জে জামায়াত, জাপা ও হিন্দু ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগদান
- Update Time : ০২:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৬৭ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে দেড় শতাধিক হিন্দু , জাতীয় পার্টি ও জামায়াতের আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান।
মঙ্গলবার(১১ নভেম্বর) সন্ধ্যায় রনচন্ডী ইউনিয়নের বাফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বাচনী সভা ও বিএনপিতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাফলা গ্রামের চান কিশোর,ছত্রিশ চন্দ্র, তপন চন্দ্র রায়,কনক চন্দ্র সরকার, দয়াল চন্দ্র রায়সহ ১৮ জন হিন্দু ধর্মাবলম্বী নেতার নেতৃত্বে নির্বাচনী সভা ও বিএনপিতে যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের হাতে হাত মিলিয়ে বিএনপিতে যোগদান করেন। পরে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
নির্বাচনী সভা ও বিএনপিতে যোগদান অনুষ্ঠানে রণচন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু, রনচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন খান (বাদশা), সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান জুয়েলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নব্য যোগদান কারীরা জানান, আমরা বাফলার বিল এলাকায় বসবাসরত দেড় শতাধিক হিন্দু ধর্মাবলম্বী, জামায়তের ৩ জন ও জাতীয় পার্টির ৭জন শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে আমরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করলাম এবং ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে আমরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে কাজ করবো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































































