কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রশিদুলের ‘ঘোড়া’ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

- Update Time : ১১:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ২২৬ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ঠিকাদার ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি রশিদুল ইসলাম (রশিদ ঠিকাদার)’ঘোড়া’ প্রতীকের নির্বাচনী অফিসে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার রণচন্ডী ইউনিয়নের অবিলের বাজারে ‘ঘোড়া’প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী রশিদ ঠিকাদার।
অবিলের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুল ইসলামের সভাপতিত্বে অফিস কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী রশিদ ঠিকাদার, কিশোরগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মজিদুল ইসলাম(মিন্টু), মোশাররফ হোসেন (চিলু), উপজেলার চাঁদখানা ইউনিয়নের চাঁদখানা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুজ্জামান রিয়নসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২১ মে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।