কিশোরগঞ্জে গ্রাম উন্নয়ন কমিটির সাথে সমঝোতা চুক্তিপত্র স্বাক্ষর

- Update Time : ০৬:২৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ৪১৩ Time View
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের উত্তর বাফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এক আলোচনা সভা ও চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে প্রধান শিক্ষক আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,ভিডিসি সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম,রণচণ্ডী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহফুজার রহমান,খগেন্দ্র নাথ রায়, যোগেন্দ্র নাথ রায়,আলতাফ হোসেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন, সিপিইউ এর সহায়তাকারী শফিকুল ইসলাম, স্বাস্থ্য পুষ্টির ফ্যাসিলেটর তমা আক্তার ও সহকারী শিক্ষক প্রমূখ।
পরে সোনাকুড়ি,বাফলা,কুটি পাড়া,বদিসহ ০৪ টি গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা সোনাকুড়ি শিশু কল্যাণ সংঘ, সোনাকুড়ি জামে মসজিদ,সোনাকুড়ি প্রাইমারি স্কুল, কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইউনিয়ন পরিষদের অংশীদারগণ কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ২০২৩ সালে সোনাকুড়ি গ্রামের টেকসই উন্নয়নের লক্ষ্যে গ্রাম উন্নয়ন কমিটি এবং বিভিন্ন অংশীদার/স্টক হোল্ডারগণ সম্মিলিতভাবে এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করে।
যার বাস্তবায়নের ফলে ২০২৬ সালের মধ্যে সোনাকুড়ি গ্রামের দারিদ্রতা হ্রাস করে, স্বাস্থ্যসম্মত পায়খানার অভাব দূর করে, বাল্যবিবাহ বন্ধ করে, শিশুর মৌলিক অধিকার, পুষ্টিহীনতা দূর করে, শিশুদের জন্য সুন্দর পরিবেশ গড়ে তুলবে।
গ্রামের সকল শিশু পুষ্টিকর খাবার খাবে, সু-স্বাস্থ্যের অধিকারী হবে এবং শিশু নির্যাতন মুক্ত থাকবে নিয়ে চুক্তিপত্র স্বাক্ষর করেন।