কিশোরগঞ্জে গাড়াগ্রাম ইউনিয়নে মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ
- Update Time : ১১:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ১৭৩ Time View
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ডিসির মোড়ে উক্ত মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে গাড়াগ্ৰাম ইউনিয়ন বিএনপি ৮ নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন,কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহিদুল ইসলাম, সহ-সভাপতি মোকাদ্দেস রহমান বাবু,সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম বাবু,ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আব্দুল্লাহ আল মামুন বলেন, বিএনপিকে শক্তিশালী করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। বিএনপি জনগণের দল, আপনারাই বিএনপির মূল চাবিকাঠি। আগামী দিনের দেশনায়ক তারেক রহমানকে ক্ষমতায় আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে পাশে থেকেছে। ইউনিয়ন পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। এবারের ভোট ধানের শিষে হোক।







































































































































































































