কিশোরগঞ্জে কৃষকলীগের নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত

- Update Time : ০৯:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
- / ২৯৩ Time View
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করার লক্ষ্যে কৃষক লীগের উদ্যোগে নীলফামারী কিশোরগঞ্জে নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১০ নভেম্বর) সকাল ১০ঘটিকায় বাদশা টাউন কমপ্লেক্সে বাংলাদেশ কৃষকলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে এই নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিথুন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন,বাংলাদেশ কৃষকলীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন, জেলার কৃষক লীগ নেতা উপাধ্যক্ষ উমাপদ অধিকারী, বিশেষ বক্তা ছিলেন, কৃষক লীগ নীলফামারী পৌর শাখার সভাপতি ফজলার রহমান শাহ, নীলফামারী জেলা শাখার কৃষক লীগ নেতা আরিফুর রহমান মুক্তা, কৃষকলীগ নীলফামারী পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবু, কিশোরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুর রউফ, এন্তেজামুল হক রূপক, যুগ্ম সাধারণ সম্পাদক কবিরুল আহসান লেমন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন অভি, প্রদীপ শীল ও ৯টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিথুন রায় তার বক্তব্য বলেন, কৃষকরা ফসল উৎপাদনে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে। তাই বাংলার আপামর কৃষক সমাজ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে উন্মুখ হয়ে আছে। আসুন আমরা কৃষক সমাজ একতাবদ্ধ হয়ে নৌকার বিজয়ের জন্য নিরলসভাবে কাজ করি।
এছাড়াও সাধারণ সম্পাদক শাকিল হোসেন বলেন বিগত ১০(দশ) বছর নীলফামারী-৪ আসনে আওয়ামীলীগের এমপি না থাকায় এ আসনে উন্নয়নে ব্যাহত হয়েছে তাই দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচনে আওয়ামীলীগের এমপি চাই।